নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বন,বন্যপ্রাণ এবং পর্যটন নিয়ে বৃহস্পতিবার জলদাপাড়া প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরে একটি আলোচনা শিবির করা হয়।
এদিন এই আলোচনা সভায় সম্প্রতি গণ্ডার মারা যাওয়ার পাশাপাশি জঙ্গল রক্ষা এবং পর্যটনে বন এবং বন্য প্রাণীর গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।
এদিন এই আলোচনা সভায় মাদারিহাটের বিভিন্ন এফ এম সি, এন জি ও, মাদারিহাটের সাধারণ ব্যাবসায়ীরা, রাজনৈতিক নেতা, টুরিস্টগাইড, সাফারি মালিক, গাড়ি মালিক, বিভিন্ন লজ মালিকের পাশাপাশি উপস্থিত ছিলেন ডি এফ ও কুমার বিমল, সহকারী বন এবং বন্যপ্রাণ সংরক্ষক দেব দর্শন রায়।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় বারোয়ারি মেলার প্রস্তুতি তুঙ্গে
জলদাপাড়া ডি এফ ও কুমার বিমল জানান, আজকে এই আলোচনা সভায় এসে বেশ ভালো লাগলো। মাদারিহাটের সাধারন মানুষের বন এবং বন্যপ্রাণ নিয়ে চিন্তা করাটা আমাদের কাজে অনেকটা এনার্জি বাড়াতে সাহায্য করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584