হেরিটেজের তালিকাভুক্ত নবদ্বীপ ও মায়াপুরের মঠ মন্দির

0
631

শ্যামল রায়,নবদ্বীপঃ

চৈতন্য ভূমি নবদ্বীপ ধাম এর বিভিন্ন মন্দির ও মায়াপুর মন্দিরকে হেরিটেজের তালিকাভুক্ত করার দাবি দীর্ঘদিন ধরে ছিল।সেই দাবি আজ পূরণ হতে চলেছে।

বৃহস্পতিবার বিভিন্ন মঠ-মন্দির সূত্রে জানা গিয়েছে যে ইতিমধ্যে নবদ্বীপ এবং মায়াপুরের ৮৬ টি মঠ মন্দির হেরিটেজ তালিকাভুক্ত করা হয়েছে।

স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা জানিয়েছেন যে চৈতন্যর জন্মস্থান নবদ্বীপ তাই আমাদের গর্ব বোধ হয় আমরা নবদ্বীপ ও মায়াপুরের মন্দিরকে হেরিটেজের তালিকাভুক্ত করেছি এখন শুধু অপেক্ষা হেরিটেজের তকমা পাওয়ার জন্য।

হেরিটেজ তালিকার মধ্যে রয়েছে নবদ্বীপ পৌরসভা এলাকার শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান,ধামেশ্বর মহাপ্রভু মন্দির বিষ্ণুপ্রিয়া দেবীর জন্ম ভিটা, গৌরকিশোর সমাধি মন্দির, শিব মন্দির,শ্রী গোবিন্দ বাড়ি রাধারানীর মন্দির, দ্বাদশ শিব মন্দির,জগন্নাথ দাসের সমাধি মন্দির, বুড়ো শিব মন্দির,দেবানন্দ গৌড়ীয় মঠ, আগমেশ্বরী কালী মন্দির,রাজবাড়ী রাধা রমন সেবাশ্রম,শ্রী চৈতন্য সারস্বত মঠ, শ্রী গৌড়ীয় মঠ প্রভৃতি রয়েছে হেরিটেজ তালিকার মধ্যে।

এছাড়াও নবদ্বীপ পঞ্চায়েত সমিতির মায়াপুর বামুনপুকুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির মধ্যে রয়েছে বল্লাল ঢিবি,গোপীনাথ গৌড়ীয় মঠ, শ্রীকৃষ্ণ চৈতন্য ,শ্রীচৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ,শ্রীবাস অঙ্গন মায়াপুর গৌড়ীয় মঠ, চাঁদ কাজীর সমাধি, শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির।

এছাড়াও রয়েছে মাজদিয়া পানশিলা স্বরুপগঞ্জ পঞ্চায়েতের এলাকার বেশকিছু মন্দির। অন্যদিকে চরাচর ব্রহ্মনগর পঞ্চায়েতে রয়েছে বিশ্ববন্ধু নাট মন্দির অন্তর্ভুক্তিকরণ হয়েছে।

২০১৫ সালের ১৭ ই মার্চ দলীয় সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবদ্বীপ হেরিটেজ শহর করা
কথা ঘোষণা করেছিলেন।

সেই মতো কাজও শুরু হয়ে যায়।বিনায়ক পুন্ডরীকাক্ষ সাহা আরো জানিয়েছেন যে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির চেয়ারম্যান হয়েছেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমল কৃষ্ণ সাহা।

নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দেব জানিয়েছেন যে নবদ্বীপ জুড়ে ২৭০০বছরের ইতিহাস পাওয়া যাচ্ছে।

তাই নবদ্বীপ হেরিটেজ তালিকাভুক্ত হলে আমাদের সকলের ক্ষেত্রেই উপকারে লাগবে পাল্টে যাবে অর্থনৈতিক ব্যবস্থা দেশ-বিদেশের বহু দর্শক এখানে এসে তারা আনন্দ উপভোগ করতে পারবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here