নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
লক্ষ্মীপুজোর দিন রাতে জাহাজ থেকে পড়ে গিয়ে তলিয়ে গেলেন এক নাবিক। গতকাল, শুক্রবার রাত ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, হলদিয়া বন্দরে পণ্য বোঝাইয়ের সময় একটি বিদেশি জাহাজ থেকে ডকের গভীর জলে পড়ে গিয়ে নিখোঁজ হন জাহাজের সেকেন্ড অফিসার পদমর্যাদার এই নাবিক।
বন্দর সূত্রে খবর, নিখোঁজ মায়ানমারের ওই নাবিকের নাম সান উ। বন্দরের ৯ নম্বর বার্থে ওই জাহাজে আয়রণ ওর অর্থাৎ লৌহ আধিকারিক বোঝাই করা হচ্ছিল। রাতে পণ্য বোঝাইয়ের পর ৩৪ বছরের ওই অফিসার ডক ছাড়ার আগে একটি বিশেষ ধরনের সিঁড়িতে চেপে নাব্যতা সার্ভে করতে নেমেছিলেন।
আরও পড়ুনঃ করোনার উপসর্গ নিয়ে মৃত্যু তুফানগঞ্জের এক ব্যবসায়ীর, চাঞ্চল্য এলাকায়
সেই সময় কোনওভাবে পা ফসকে তিনি জলে পড়ে যেতে পারেন। এমনটাই মনে করা করছেন বন্দরের আধিকারিকরা। জাহাজের ওই অফিসারের পড়ে যাওয়ার খবর পেতেই রাতে ঘটনাস্থলে ছুটে যান বন্দরের আধিকারিকরা। তড়িঘড়ি করে নামানো হয় ডুবুরি। আজ, শনিবার সকাল পর্যন্ত ওই নাবিকের খোঁজ মেলেনি। নাবিকের খোঁজে এখনও তল্লাশি চলছে বলে জানান বন্দরের জেনারেল ম্যানেজার(প্রশাসন) প্রভীনকুমার দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584