মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরেই মার্চ মাস থেকেই বন্ধ শুটিং। করোনা সংক্রমণ থেকে বাঁচতে অন্য সকলের মতো স্বেচ্ছায় গৃহবন্দি হরেছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে গত মাসে নিজের গ্রাম বুধনায় ইদ উদযাপন করতে গিয়েছিলেন নওয়াজউদ্দিন।সেখানে গিয়েই সম্প্রতি জমিতে চাষের কাজ করতে দেখা গেল অভিনেতাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নওয়াজ।
সম্প্রতি নিজের টুটার হ্যান্ডেলে “আজকের মতো শেষ”-এরকম ক্যাপশন লিখে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, সারাদিনের কাজের পর দিনের শেষে পাশেই আলের জলে নিজের হাত পা ধুয়ে নিচ্ছেন অভিনেতা। পিছনে তখন অস্তগামী সূর্য। কোদাল তুলে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় নওয়াজকে। সারা দিনের চাষের পরে, নওয়াজউদ্দিনের জামাকাপড়ে ঘামের দাগ, কাদার ছোপ তখনও উজ্জ্বল।
Done for the day !!! pic.twitter.com/1oXDUS4E8m
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) June 22, 2020
এই ভিডিওটি শেয়ার করার পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে এই পোস্টে নওয়াজের প্রশংসা করেছেন নেটিজেনরা। নওয়াজউদ্দিন সিদ্দিকীর এই পোস্টটি ২০১৬ সালের আরও একটি এমনই পোস্টের কথা স্মরণ করিয়ে দিয়েছে। ওই পোস্টে নওয়াজ তাঁর পরিবারের সরষে ক্ষেত থেকে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন।
ট্রাক্টরে চেপে মাঠ চষে বেড়িয়েছিলেন নওয়াজউদ্দিন, অন্যান্য কৃষকদের সঙ্গেও মতবিনিময় করেন অভিনেতা। জীবনের ২০ বছরেরও বেশি সময় ধরে কৃষিকাজ করেছেন নওয়াজ। ৪৬ বছর বয়সী এই অভিনেতার বাবা নবাবউদ্দিন সিদ্দিকী নিজেও কৃষক ছিলেন। তবে সন্তানের উপযুক্ত শিক্ষার জন্য জোর দিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ সামনে এল ‘অভিযাত্রিক’-এর পোস্টার, উন্মোচনে অনুষ্কা শঙ্কর
কাজের ক্ষেত্রে সফল হলেও ব্যক্তিগত জীবনটা মোটেই ভালো যাচ্ছে না অভিনেতার। প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকী সম্প্রতি বিবাহ বিচ্ছেদের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন এই অভিনেতাকে। ২০০৯ সালে বিয়ে হয়েছিল নওয়াজ-আলিয়ার। তাঁদের এক কন্যার নাম শোরা, পুত্রের নাম ইয়ানী সিদ্দিকী। গতমাসে জি ৫-এ মুক্তি পাওয়া সিনেমা ‘ঘুমকেতু’তে শেষ দেখা গিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584