নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘কৌন বনেগা ক্রোড়পতি’ রিয়্যালিটি শোয়ের দ্বাদশতম সিজনের প্রথম কোটিপতি হলেন নাজিয়া নাসিম। ১১ নভেম্বর, বুধবার রাত ন’টায় এই এপিসোডটি সংশ্লিষ্ট চ্যানেলে সম্প্রচারিত হয়েছে।
এপিসোডটি সম্প্রচারের আগেই ওই চ্যানেলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে এই সুখবরটি দেওয়া হয়। সঙ্গে এপিসোডটির একটি প্রোমোও দেওয়া হয় টুইটারে।
আরও পড়ুনঃ মাই সিনেমা হলে চলছে ভার্চুয়াল শর্টফিল্ম ফেস্টিভ্যাল, ফলাফল ১৫ নভেম্বর
ভিডিওতে দেখা যাচ্ছে, ১৫ নম্বর প্রশ্নটি করছেন সঞ্চালক অমিতাভ বচ্চন। যার মূল্য এক কোটি। তার পরমুহূর্তেই দেখা গেল নাজিয়া প্রতিযোগিতায় জিতে গেলেন। বিগবি উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দিতে শুভেচ্ছা জানাচ্ছেন। বললেন, প্রশ্ন কঠিন ছিল। কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে কোটিপতি হলেন নাজিয়া।
আরও পড়ুনঃ প্রথমবার লিড রোলে, ডায়েটে মত্ত সঙ্ঘশ্রী
প্রথম ১১ টি প্রশ্নের উত্তর লাইফলাইন ছাড়াই দিয়েছিলেন দিল্লির বাসিন্দা নাজিয়া নাসিম। দ্বাদশতম প্রশ্ন থেকে ব্যবহার করেন লাইফলাইন। কোটি টাকার প্রশ্নে পৌঁছতে গিয়ে অবশ্য নাজিয়ার সব লাইফলাইন শেষ হয়ে যায়। যদিও সাহায্য ছাড়াই বাজিমাত করেন নাজিয়া। কোটি টাকা জয়ের পর সাহস করে সাত কোটি টাকার জ্যাকপটও খেলেছিলেন তিনি। তবে উত্তর নিয়ে সন্দেহ থাকায় অনুষ্ঠান ছাড়েন নাজিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584