বাড়ি ফেরার পথে কন্যা সন্তানের জন্ম দিলেন শ্রমিক নাজিরা

0
48

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

অন্ধ্রপ্রদেশ থেকে ফেরার পথে বাংলা-ওড়িশা সীমান্ত পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে এক কন্যা সন্তানের জন্ম দেন নাজিরা বিবি নামে এক পরিযায়ী শ্রমিক। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নাজিরার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। মাস সাতেক আগে স্বামীর সঙ্গে অন্ধ্রপ্রদেশে একটি ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন তিনি। লকডাউনে আটকে পড়েন অন্ধ্রপ্রদেশে।

birth | newsfront.co
নাজিরা বিবি। নিজস্ব চিত্র

কিছুটা হেঁটে, কিছুটা লরিতে চেপে মঙ্গলবার সকালে এসে পৌঁছান বাংলা-ওড়িশা সীমান্তে। সেখানে নাকা চেকিংয়ে আটকে পড়েন। সেখানেই প্রসব যন্ত্রনা শুরু হলে, পুলিশ কর্মীরা তড়িঘড়ি তাকে স্থানীয় দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দেন নাজিরা।

আরও পড়ুনঃ প্রশাসনের বিরুদ্ধে সরব কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিকরা

মঙ্গলবার সন্ধ্যায় দাঁতন গ্রামীণ হাসপাতালে তাদের দেখতে যান খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ, বেলদা এসডিপিও সুমন কান্তি ঘোষ সহ পদস্থ পুলিশ কর্মীরা। এদিন তারা নাজিরা বিবির পরিবারের হাতে নগদ ২ হাজার টাকা, কিছু বেবিফুড সহ খাবার সামগ্রী তুলে দেন। সুস্থ হয়ে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত রকম সাহায্য সহযোগিতা করবেন বলেও জানান তারা।পুলিশের এই মানবিকতায় খুশি ওই পরিযায়ী শ্রমিক পরিবার।ধন্যবাদ দিয়ে ওই পুলিশ অফিসারদের কৃতজ্ঞতাও জানান তারা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here