পেট মানে না রাজনীতি! নজরুলের কাছে মিলছে সর্বদলীয় রাজনৈতিক মাস্ক

0
71

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

nazrul ali | newsfront.co
মাস্ক ব্যবসায়ী নজরুল। নিজস্ব চিত্র

নেতারা রাজনৈতিক দলের আড়ালে শুধু নিজেদের স্বার্থসিদ্ধি করবেন তা কেন হবে, বুদ্ধি থাকলে তা থেকে ব্যবসাও করা যায়। পেটের জ্বালা আপাতত সেই বুদ্ধি জুগিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের সাবড়া এলাকার বাসিন্দা নজরুল আলীকে।

mask selling | newsfront.co
নিজস্ব চিত্র

গরিব নজরুল আলী লকডাউনের চক্করে রোজকার হারিয়েছেন। সংসার চালাতে বর্তমানে ৫ মাস ধরে তিনি মাস্কের ব্যবসায়ী। বেলদা থানার ঠাকুরচকে রাস্তার উপর বসে সেই মাস্ক বিক্রি করছেন। বহু মাস্ক বিক্রেতাদের ভিড়ে তার বিক্রিতে খানিকটা অভিনবত্ব রয়েছে।

masks | newsfront.co
নিজস্ব চিত্র

নজরুলের কাছে পাওয়া মাস্ক গুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক রয়েছে। সমাজের বেশির ভাগ লোকজনই কোন না কোন রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজকর্ম করে থাকেন। সেই রাজনৈতিক দলের প্রতি দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের আকর্ষণ করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক আঁকা মাস্ক বিক্রি করে চলেছেন গত পাঁচ মাস ধরে।

আরও পড়ুনঃ কৃষি বিলের প্রতিবাদে ১ অক্টোবর থেকে লাগাতার রেল রোকো কর্মসূচি

নজরুল জানায়-মাস্ক বিক্রির ক্ষেত্রে গতি আনতে তার এই উদ্যোগ। অবশ্য বিক্রির ক্ষেত্রে সত্যিই গতি খানিকটা বেড়েছে রাজনৈতিক প্রতীক আঁকা মাস্ক গুলি দোকানে সাজিয়ে রাখায়। তবে তার ব্যবসাতে রাজনীতি নেই। রয়েছে পেটের তাগিদে খিদের জ্বালায় রোজগারের সন্ধান। যা এক কথায় এই বাক্যটি মনে করিয়ে দেয় “পেট মানেনা রাজনীতি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here