শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
NBDSA-এর কড়া সমালোচনার মুখে এবার জি-নিউজ ও তাদের সঞ্চালক সুধীর চৌধুরী। নিউজ ব্রডকাস্টিং এন্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি স্পষ্টভাবে জানিয়েছে সঞ্চালক সুধীর চৌধুরী আদৌ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী নিয়ে সংবাদ সঞ্চালনা করেন না এবং তাঁর মন্তব্যগুলি অত্যন্ত কুরুচিকর।
এছাড়াও NBDSA জি নিউজ পরিবেশিত আরও একটি সংবাদের তীব্র সমালোচনা করেছে। দীর্ঘ প্রায় ১ বছর ধরে চলতে থাকা কৃষক আন্দোলন কে ‘খলিস্তানি’ আন্দোলনের তকমা দেওয়া হয়েছিল জি নিউজের সংবাদে। এছাড়াও সম্পূর্ণ ভুয়ো খবর পরিবেশন করে বলা হয়েছিল লাল কেল্লা থেকে নাকি ভারতের জাতীয় পতাকা সরিয়ে নেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যা বলে ঘোষণা করেছে অথরিটি।
NBDSA criticizes a program anchored by Zee News anchor #SudhirChaudhary as lacking impartiality. NBDSA notes that Sudhir Chaudhary's "name-calling & mudslinging" offended "standards of good taste and decency". #ZeeNews pic.twitter.com/94Qb6uMo0Z
— Live Law (@LiveLawIndia) November 26, 2021
News Broadcasting and Digital Standards Authority (NBDSA) finds that #ZeeNews violated code of ethics in three videos by linking #FarmersProtests to Khalistanis & by falsely reporting that Indian flag was removed from Red Fort. NBDSA asks the videos to be taken down.#Farmers pic.twitter.com/TJiYbuQAHb
— Live Law (@LiveLawIndia) November 23, 2021
আরও পড়ুনঃ কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজের গ্রেপ্তারিতে ক্ষোভ এবার আন্তর্জাতিক মহলে
NBDSA সাফ জানিয়েছে, মোট ৩ টি ভিডিওতে ‘কোড অফ এথিক্স’ লঙ্ঘন করেছে জি নিউজ। ভিডিওগুলি জি-নিউজের সমস্ত প্লাটফর্ম থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে NBDSA। এছাড়াও নিউজ নেশনের দীপক চৌরাসিয়ার বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ, সেক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে নিউজ ব্রডকাস্টিং এন্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584