ভুয়ো ও বিদ্বেষমূলক খবর সম্প্রচারের জেরে NBDSA -এর কড়া নির্দেশের মুখে জি নিউজ ও সুধীর চৌধুরী

0
102

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

NBDSA-এর কড়া সমালোচনার মুখে এবার জি-নিউজ ও তাদের সঞ্চালক সুধীর চৌধুরী। নিউজ ব্রডকাস্টিং এন্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি স্পষ্টভাবে জানিয়েছে সঞ্চালক সুধীর চৌধুরী আদৌ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী নিয়ে সংবাদ সঞ্চালনা করেন না এবং তাঁর মন্তব্যগুলি অত্যন্ত কুরুচিকর।

Sudhir Chaudhury
জি-নিউজ সঞ্চালক সুধীর চৌধুরী

এছাড়াও NBDSA জি নিউজ পরিবেশিত আরও একটি সংবাদের তীব্র সমালোচনা করেছে। দীর্ঘ প্রায় ১ বছর ধরে চলতে থাকা কৃষক আন্দোলন কে ‘খলিস্তানি’ আন্দোলনের তকমা দেওয়া হয়েছিল জি নিউজের সংবাদে। এছাড়াও সম্পূর্ণ ভুয়ো খবর পরিবেশন করে বলা হয়েছিল লাল কেল্লা থেকে নাকি ভারতের জাতীয় পতাকা সরিয়ে নেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যা বলে ঘোষণা করেছে অথরিটি।

আরও পড়ুনঃ কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজের গ্রেপ্তারিতে ক্ষোভ এবার আন্তর্জাতিক মহলে

NBDSA সাফ জানিয়েছে, মোট ৩ টি ভিডিওতে ‘কোড অফ এথিক্স’ লঙ্ঘন করেছে জি নিউজ। ভিডিওগুলি জি-নিউজের সমস্ত প্লাটফর্ম থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে NBDSA। এছাড়াও নিউজ নেশনের দীপক চৌরাসিয়ার বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ, সেক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে নিউজ ব্রডকাস্টিং এন্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here