মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
রাজার শহরে শীঘ্রই ফিরতে চলেছে হারিয়ে যাওয়া ঐতিহ্য। ফের পথে নামতে চলেছে কোচবিহারের ঐতিহ্যবাহী দোতলা বাস। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সপ্তাহে অন্তত দু’দিন চলবে এই দোতলা বাস। তবে রুট কী হবে, তা এখনও জানা যায় নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড মিটিংয়ে৷
এ প্রসঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘আগামী ২ সেপ্টেম্বর পরিবহণ ভবনে বোর্ড মিটিং হবে। সেখানেই দোতলা বাস চালু করার বিষয়টি নিয়ে আলোচনা হবে। আপাতত সপ্তাহে দু’দিন এই দোতলা বাস চালানো হবে। রুট কী কী হবে, তা ওইদিন বোর্ড মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। কোচবিহারের এই ঐতিহ্যবাহী দোতলা বাস পথে নামলে সংস্থার ‘সবুজের পথে হাতছানি’ প্রকল্পে, তা অবশ্যই আকর্ষণীয় হবে৷”
রাজার শহরে দোতলা বাসে বসার আনন্দই আলাদা। বাসটি দেখতে অনেকটা দ্বিতল বাড়ির মতো৷ সত্তরের দশকে সংস্থার কাছে এমন চারটি দোতলা বাস ছিল। পরে দু’টি বাস অচল হয়ে যায়। এর পর প্রায় দুই দশক ধরে দু’টি দোতলা বাস কোচবিহার থেকে পুন্ডিবাড়ি ও তুফানগঞ্জ রুটে চলাচল করতো। দু’বছর আগে এর মধ্যেই একটি বাসকে পর্যটনের জন্য ব্যবহার করে ‘সবুজের পথে হাতছানি’ প্রকল্পেও কাজে লাগানো হয়েছিল। তবে কোচবিহারে এই দোতলা বাস চালাতে গিয়ে সংস্থাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রথমত, এই বাসে যাতায়াতের খরচ বেশি৷ তার উপর লিটার প্রতি ডিজেলে যেখানে সাধারণ বাস ৪ কিলোমিটার পথ চলে, সেখানে এই দোতলা বাস চলে ২ কিলোমিটার পথ।
আরও পড়ুনঃ বিকাশ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ৫ শিক্ষিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা
এছাড়াও ঐতিহ্যবাহী এই বাসের যন্ত্রাংশ এখন আর কোথাও পাওয়া যায় না। নির্দিষ্ট সংস্থাকে দিয়েই এই বাস সারাই করতে হয়৷ সাধারণ বাসের তুলনায় এই বাসের গতিও কম। ফলে ইচ্ছা, আবেগ থাকলেও যাত্রীরা আগ্রহ হারিয়েছেন। শুধু তাই নয়, যেহেতু দোতলা বাস, তাই স্বভাবতই বাসের ভালোই উচ্চতা রয়েছে। যার কারণে যে কোনও রুটে এই বাস চলা সম্ভব নয়৷ এই বাস চলার জন্য চওড়া খোলামেলা রাস্তা প্রয়োজন।
আরও পড়ুনঃ ত্রিপুরায় আজ থেকে শুরু স্কুল কলেজ, মেনে চলতে হবে করোনা বিধি
এত সমস্যা, এত লোকসানের পরেও শুধুমাত্র ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং কোচবিহারের মানুষের আবেগের কথা ভেবে আরও একবার নতুনভাবে কোচবিহারে ফের দোতলা বাসকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584