পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
করোনা সতর্কতায় পদক্ষেপ গ্রহণ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC)-র রায়গঞ্জ ডিপোতে। সোমবার সকাল থেকে ডিপোর প্রত্যেকটি বাসে জীবাণু ধ্বংস করতে জীবাণুনাশক স্প্রে করা হয়৷
এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে প্রতিদিন প্রায় কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। যাত্রীদের মধ্যে কোনও ভাবে সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে, মূলত সেই কারনেই যাত্রীবাহী বাসগুলিতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে বলে ডিপো সূত্রে খবর। যদিও জীবাণুনাশক স্প্রে ছড়িয়ে ভাইরাস প্রতিহত করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে।
আরও পড়ুনঃ স্থানীয়দের সুবিধার্থে পঞ্চায়েত কার্যালয়ে বসলো বিল গ্রহনের মেশিন
এ নিয়ে তৃণমূল শ্রমিক কর্মচারী সংগঠনের সহ-সম্পাদক কৌশিক দে বলেন, “যাত্রী সুরক্ষা ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC)-তে কর্মরত কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে”। এমনকি চালক ও খালাসিদের জন্য মাস্ক চাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে বলেও জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584