নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
বন্ধ শিক্ষার দুয়ার খোলো স্লোগান তুলে সোমবার বালুরঘাটে আন্দোলনে নামল ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অরগানাইজেশান। সোমবার ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অরগানাইজেশান সংগঠন অধীনস্ত দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় শতাধিক বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই দাবীতে দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট শহরে মিছিল করে এবং দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করেন।
এদিন বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন চলাকালীন উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অরগানাইজেশান-এর রাজ্য নেতা দেবাশিষ দেবশর্মা,সংগঠনের জেলা সভাপতি ও জেলা সম্পাদক যথাক্রমে রাসনাউল আলম এবং রেজাউল করিম। ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অরগানাইজেশান সংগঠনের আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য বাংলার শিক্ষা পোর্টালে বেসরকারি স্কুলগুলিকে বঞ্চিত রাখা হয়েছে, যে কারণে বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা বাংলার শিক্ষা পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছে না।
আরও পড়ুনঃ কৃষি আইনের বিরোধীতায় গড়বেতায় ট্রাক্টর মিছিল
তাদের এও বক্তব্য বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কলারশিপ সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অরগানাইজেশান-এর দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি রাসনাউল আলাম বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থা অচল হতে চলেছে, যেখানে বাজার খুলে গেছে, হাট খুলে গেছে, রেল স্টেশন খুলে গেছে সেই জায়গায় বন্ধ শিক্ষার দরজা কেন খুলছে না সেই দাবীতে আমাদের বিক্ষোভ আন্দোলন কর্মসূচি।” তিনি এও বলেন, “আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি জেলাতেই এই লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের এই বেসরকারি শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584