ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
জাতীয় শিশু সুরক্ষা কমিশন দিল্লি পুলিশের সাইবার সেলে টুইটারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয় টুইটারে বেশ কিছু ‘চাইল্ড পর্নোগ্রাফিক কন্টেন্ট’ রয়েছে। দিল্লি পুলিশের সাইবার সেল এই অভিযোগের ভিত্তিতে কেসও দায়ের করে।
তার পরিপ্রেক্ষিতে ৩০ জুন টুইটার কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে ‘শিশুদের যৌন শোষণ’ বিষয়ে টুইটার ‘ জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। এমন কোন কন্টেন্ট পোস্ট করা হলে তারা উপযাজক হয়েই সেগুলি সরিয়ে দেয় সাইট থেকে। ভবিষ্যতে তারা আরো উদ্যোগী হবে এই বিষয়ে। দ্রুত এই ধরণের কন্টেন্ট খুঁজে বের করা এবং তা মুছে ফেলতে অতি সক্রিয় ভূমিকা নেবে সংস্থা। পাশাপাশি এই বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে যাবতীয় সহযোগিতা করতে টুইটার প্রস্তুত।
NCW to Twitter: Remove pornographic content from your site in 7 days or face action – India News https://t.co/mrLX3tjfxP
— NCW (@NCWIndia) June 30, 2021
আরও পড়ুনঃ নাগাল্যান্ড আরও ৬ মাসের জন্য ‘উপদ্রুত এলাকা’ ঘোষিত, মেয়াদ বৃদ্ধি ‘আফস্পা’র
দিল্লি পুলিশের সাইবার সেলের ডেপুটি কমিশনার অন্বেষ রায় জানান, “এই ধরণের মিডিয়া যে সব টুইটার একাউন্ট থেকে ছড়ানো হচ্ছে, আমরা তাদের সম্পর্কে সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছি টুইটারের কাছে এবং নির্দেশ দেওয়া হয়েছে এই ধরণের আপত্তিকর মিডিয়া সাইট থেকে দ্রুত সরিয়ে দেওয়ার।”
আরও পড়ুনঃ রেকর্ড ভেঙে তাপপ্রবাহ আমেরিকা ও কানাডায়, অতিবৃষ্টিতে বিধ্বস্ত অবস্থা জার্মানি, সুইৎজ়ারল্যান্ডের
ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাও টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টরকে লিখিত নির্দেশ দিয়েছেন তাদের সাইট থেকে সমস্ত অশ্লীল ও আপত্তিকর কন্টেন্ট সরিয়ে ফেলতে হবে আগামী সাত দিনের মধ্যে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে টুইটারের বিরুদ্ধে। মহিলা কমিশনের চেয়ারপার্সন দিল্লি পুলিশ কমিশনারের কাছেও লিখিত ভাবে আবেদন করেছেন বিষয়টিতে নজরদারি করার এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। একথা জাতীয় মহিলা কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584