ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দীর্ঘ ২০ ঘন্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাজিক ফিগার পার করলো এনডিএ জোট।মঙ্গলবার সকাল থেকে গণনা শুরু হওয়ার পর শেষ পর্যন্ত বুধবার ভোর বেলায় ইলেকশন কমিশন বিহার বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা করে। ম্যাজিক ফিগারের জন্য প্রয়োজন ছিল ১২২টি সিটে জয়। মোট ২৪৩ আসনের মধ্যে এনডিএ’র দখলে যায় ১২৫টি । মহাগঠবন্ধন আটকে যায় ১১০ সিটে। অন্যান্যরা পায় ৮টি আসন।তবে বিহার বিধানসভার মোট ২৪৩টি আসনের মধ্যে সর্বোচ্চ আসন দখল করেছে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি। তাদের দখলে গেছে ৭৫টি আসন।
এনডিএ জোটের বিজেপি ১১০টি আসনে লড়াই করে জয়লাভ করেছে ৭৪টি আসনে। অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ১১৫ টি আসলে লড়াই করে জয়লাভ করেছে মাত্র ৪৩ টি বিধানসভা কেন্দ্রে। এনডিএর অন্যান্য জোট সঙ্গীদের মধ্যে বিকাশিল ইনসান পার্টি ৪টি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতান রাম মাঝির হিন্দুস্থানী আওয়াম মোর্চা পেয়েছে ৪টি সিট।
অন্যদিকে মহাগঠবন্ধনের তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি ৭৫ আসনের লড়াই করে ৭৫টি আসনেই জয়লাভ করেছে। পেয়েছে মোট ভোটের ২৩.০৩ শতাংশ। জোট সঙ্গী কংগ্রেস ৭০টি আসনের লড়াই করে জয়লাভ করতে পেরেছে মাত্র ১৯টি আসনে। বাকি মহাগঠবন্ধন সঙ্গীদের মধ্যে বামফ্রন্ট মোট ২৭টি আসনে লড়াই করে সিপিআই ও সিপিআই(এম) পেয়েছে ২টি করে আসন, সিপিআই(এম-এল) জয়লাভ করেছে ১২টি আসনে।
অন্যান্যদের মধ্যে ১৪ টি আসনে লড়াই করে আসাদউদ্দিন ওয়াইসির আইমিম জয়লাভ করেছে ৫টি আসনে।বিএসপি জয়লাভ করতে পেরেছে মাত্র ১ আসনে। অন্যদিকে চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন এলজেপি ১৫০টি আসনে লড়াই করে মাত্র ১টি আসনে জয়লাভ করতে পেরেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584