নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গ্রামে জল নেই,তাই গ্রামের মহিলারা বাধ্য হয়েই এক দেড় কিমি দূরে পানীয়জল সংগ্রহ করতে যান রোজ। এমনই দৃশ্য দেখা গেল মেদিনীপুর শহর থেকে মাত্র পনের কিলোমিটার দূরে শালবনীর ১০ নং কর্ণগড় গ্রামপঞ্চায়েতের বাহার কলাবেড়িয়া নামে একটি আদিবাসী গ্রামে। ভাদুতলা ও কর্ণগড় মন্দিরের মাঝামাঝি এই কলাবেড়িয়া আদিবাসী গ্রামটিতে ৪৫ – ৫০ টি পরিবারের বাস থাকলেও দীর্ঘদিন ধরে কোনো পানীয়জলের সুব্যবস্থা নেই বলেই অভিযোগ গ্রামবাসী দের।ফলে দীর্ঘ দিন ধরেই হয় পাশের গ্রাম বালিজুড়ি নয়তো বা ভাদুতলা পানীয় জল সংগ্রহ করতে আসেন গ্রামের মহিলারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রধানের কাছে বার বার এই বিষয়ে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।তারা জানান গ্রামে একটি মাত্র নলকূপ ছিল তা বিকল হয়ে পড়ে রয়েছে দীর্ঘ দিন ধরেই।যার ফলে পানীয় জলের খুব সমস্যা।গ্রামে কুঁয়ো বলতে পুরানো একটি পাতকুঁয়ো।তাতেই গৃহস্থালির কাজের জল সংগ্রহ করা হয়।সেই কুঁয়োটিরও অবস্থা খুব খারাপ।যে দিন বিদ্যুৎ থাকে না সে দিন ওই পঁচা কুঁয়োরই জল পান করতে হয়।
গ্রামবাসীদের দাবী অবিলম্বে পানীয় জলের ব্যাবস্থা করে দিক প্রশাসন।
আরও পড়ুন: পানাগড়ে বেসরকারি কারখানায় শ্রমিকদের মারধরের অভিযোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584