নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এবার প্রযোজকের ভূমিকায় হবু দম্পতি নীল-তৃণা। ২০২১-এর ফেব্রুয়ারিতে এক হতে চলেছে চার হাত। তার আগেই পূরণ করে ফেললেন দুজনের একটি স্বপ্ন।’দিলফিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রযোজনা সংস্থা খুললেন দুজনে। আজ তার শুভ উদ্বোধন।
‘আবার ফিরে এলে’ নামের একটি মিউজিকাল শর্ট ফিল্ম দিয়ে যাত্রা শুরু করল ‘দিলফিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’।
ওয়েব সিরিজ বানানোর পরিকল্পনা রয়েছে নীল-তৃণার। পরবর্তীতে এই প্রযোজনা সংস্থার ঘর থেকে ফিচার ফিল্মও আসবে বলে জানিয়েছেন তৃণা।
তৃণার কথায়, “আজ উদ্বোধন হচ্ছে আমাদের প্রযোজনা সংস্থার। নিষ্ঠাভরে পুজো করে পথ চলা শুরু করব আমরা। আমাদের দুজনেরই স্বপ্ন ছিল প্রযোজনা করার।
আরও পড়ুনঃ জনপ্রিয়তা বাড়লেও খটকা একটা জায়গায়
দুজনের স্বপ্ন এক, মতামত এক, ঘরও বাঁধতে চলেছি দুজনে। তাই একা কেন দুজনের প্রচেষ্টাতেই গড়ে উঠবে একটা স্বপ্ন ‘দিলফিস এন্টারটেইনমেন্ট।”নীল-তৃণার নতুন জার্নির জন্য রইল শুভকামনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584