শীতের শেষে শহরে ‘নিমফুল’

0
126

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল অনির্বাণ পারিয়ার পরিচালিত ছবি ‘নিমফুল’। গ্রামের একটি মেয়ের সাথে শহরের একটি ছেলের সম্পর্ক গড়ে ওঠার গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিটিতে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবদূত ঘোষ ও অমৃতা। এছাড়াও অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অন্যান্যরা। ‘নিমফুল’-এ একজন সাংবাদিকের চরিত্রে রয়েছেন দেবদূত ঘোষ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেবাশীষ মল্লিক ব্যানার্জি।

ছবির একটি দৃশ্যে দেবদূত ঘোষ। চিত্র সৌজন্যঃ আইএমডিবি

মালদাতে গৌড়ের উপর তথ্যচিত্র তৈরি করতে গিয়ে একজন সাংবাদিকের জীবনে কী কী ঘটে তা নিয়েই এই ছবির গল্প। মালদাতে গিয়ে গ্রামের একটি মেয়ের সাথে দেখা হয় ঐ সাংবাদিকের। তারপর তাদের একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।

অনির্বাণ পারিয়া, পরিচালক। নিজস্ব চিত্র

এরপর তাদের দুজনকে কী ধরণের বলিদান দিতে হয় তা জানতে হলে দেখতে হবে ‘নিমফুল’। গ্রামের একটা অন্যরকম গন্ধ আছে।

সাধারণত গ্রামে নিমফুল বেশি দেখা যায় আর সেই ফুলের মিষ্টি গন্ধই মাতিয়ে রাখে গোটা গ্রামকে। তাই পরিচালক অনির্বাণ পারিয়া এই ছবির নাম রাখেন ‘নিমফুল’।

অমৃতা শ, অনির্বাণ পারিয়া ও দেবদূত ঘোষের সাথে ছবির অন্য এক কুশলী। নিজস্ব চিত্র

৭ ফেব্রুয়ারি বিজলি সিনেমায় হয়ে গেল ‘নিমফুল’-এর প্রিমিয়ার। উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীতপরিচালক-সহ অভিনেতা অভিনেত্রীরা। এদিন তারকাদের ভিড়ে জমজমাট ছিল ‘নিমফুল’-এর প্রিমিয়ার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here