ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
স্নাতকোত্তর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট-পিজি) ২০২১- এর নির্ঘন্ট ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। আগামী ১১ সেপ্টেম্বর হতে চলেছে নিট-পিজি ২০২১-এর পরীক্ষা।
স্নাতকোত্তর স্তরের মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ছিল ১৮ এপ্রিল। করোনা আবহে তা স্থগিত রাখা হয়। গতকালই ঘোষিত হয়েছে নিট-ইউজি ২০২১- এর পরীক্ষার নির্ঘন্ট এবং আজ থেকে আবেদন করা যাচ্ছে নিট-ইউজির জন্য।
We have decided to conduct #NEET Postgraduate exam on 11th September, 2021.
My best wishes to young medical aspirants!
— Mansukh Mandaviya (@mansukhmandviya) July 13, 2021
নিট-পিজি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন প্রায় ১ লক্ষ ৭৪ হাজারের বেশি পরীক্ষার্থী। এর মধ্যে থেকে যাঁরা এন্ট্রান্স পরীক্ষায় পাশ করবেন তাঁরাই এমডি, এমএস বা পিজি ডিপ্লোমা কোর্সগুলিতে ভর্তি হতে পারবেন।
১৮ এপ্রিল এই পরীক্ষার দিন নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে এডমিট কার্ডও প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু তখন অতিমারী আবহে পরীক্ষার্থীদের মধ্যে থেকেই প্রবল প্রতিবাদ শুরু হয়। স্নাতকোত্তর স্তরে যাঁরা পরীক্ষা দেবেন তাঁরা সকলেই তরুণ চিকিৎসক। তাঁদের দাবি ছিল এই পরিস্থিতিতে পরীক্ষা হওয়ার অর্থ তাঁদের পেশা এবং শিক্ষার মধ্যে যেকোন একটি বাছতে হবে তাঁদের। সেই প্রতিবাদের চাপে তখনকার মতো পরীক্ষা স্থগিত করে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন।
আরও পড়ুনঃ নিট-ইউজি ২০২১-র পরীক্ষা ১২ সেপ্টেম্বর, অনলাইনে আবেদন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584