বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এলেও অন্তঃসত্ত্বা নন নেহা! মনোক্ষুন্ন নেটিজেনরা

0
105

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

বিয়ের আর মাত্র দুমাস বাকি। তার আগেই অন্তঃস্বত্ত্বা সঙ্গীত শিল্পী নেহা কক্কর! শুক্রবার গায়িকার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। গায়িকার বেবি বাম্পের ছবি দেখে শুভেচ্ছাও জানাতে শুরু করে দিয়েছিলেন অনুরাগীরা।

Neha Kakkar | newsfront.co

এমনকী পোস্টের নিচে নেহার ভাই তথা বলিউড গায়ক টনি কক্কর এবং স্বামী রোহনপ্রীত সিংয়ের মন্তব্য দেখে প্রত্যেকেই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, নেহা অন্তঃসত্ত্বা। কিন্তু নাহ্। এমনটা যে সত্যি নয়, শনিবারই তা স্পষ্ট করলেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং। নেটিজেনদের যাবতীয় জল্পনায় জল ঢাললেন তাঁরা।

Neha's tweet | newsfront.co

জানা গেল, মা হচ্ছেন না নেহা। গানের প্রমোশনের জন্য বেবি বাম্প নিয়ে স্বামী রোহনপ্রীতের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। নবদম্পতির সোশ্যাল মিডিয়া পেজ এমন গল্পই বলছে। শনিবার নেহা এবং রোহনপ্রীত আবারও সেই একই ছবি পোস্ট করেন। কিন্তু এ বার তা আর নেহাতই ছবি নয়। বরং তা সামনে এল তাঁদের নতুন গানের পোস্টার হয়ে। গানের নাম ‘খেয়াল রকখা কর’। দম্পতির নয়া অ্যালবাম মুক্তি পাবে ২২ ডিসেম্বর।

আরও পড়ুনঃ বৌঠানের রান্নার সিক্রেট খুঁজছেন আবির

তবে এতে নেটিজেনদের একাংশের কিন্তু বেজায় মনোক্ষুণ্ণ হয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ার নাম করে এমন বালখিল্যতা তাঁদের একেবারে না-পসন্দ। যার জেরে বলিউড গায়িকার উপর বেজায় চটেছেন তাঁরা। নেটিজেনদের একাংশের কথায়, “এমন নাটক না করলেই পারতেন নেহা-রোহন!”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here