নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
ভারতীয় ভূখণ্ডকে নেপালের মানচিত্রে যুক্ত করার সংবিধান সংশোধনী বিলের বিরুদ্ধে কোনও ভোটই পড়ল না। বরং এই সংশোধনী বিলের পক্ষে পড়ল ৫৭ টি ভোট। আর তাই অনায়াসে সংসদের উচ্চকক্ষেও পাশ হয়ে গেল সেই বিল। এবার রাষ্ট্রপতির অনুমোদন পেলেই নেপালের যাবতীয় সরকারি কাজে নতুন মানচিত্র ব্যবহৃত হবে।
যে মানচিত্রে ভারতের লিমপিয়াধুর, লিপুলেখ এবং কালাপানিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখিয়েছে কাঠমান্ডু। সংবিধানের তিন নম্বর শিডিউলে অন্তর্ভুক্ত নেপালের রাজনৈতিক মানচিত্রকে সংশোধন করার জন্য দ্রুত বিলও পেশ করা হয়। গত সপ্তাহের তা সহজেই সংসদের নিম্নকক্ষের মান্যতা পায়।
আরও পড়ুনঃ ৪৫ বছর পর চিনের সাথে সংঘর্ষে মৃত ভারতীয় সেনা
মে মাসে যখন লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তা চালু করে ভারত, তখন থেকেই দু’দেশের মধ্যে ভারত সীমান্ত বিবাদ বেড়ে যায়। কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সেই রাস্তা চালু করা হয়েছে বলে আগেই জানিয়েছে ভারত। তা স্বত্ত্বেও সেই রাস্তা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে নেপাল। এরপরই দ্রুত ভারতীয় তিন অঞ্চলকে যুক্ত করে নয়া মানচিত্র প্রকাশ করে কাঠমান্ডু।
আরও পড়ুনঃ চিন সাহায্যপ্রাপ্ত ব্যাংক ভারতকে দিচ্ছে ৭৫০ মিলিয়ন ডলার ঋণ
বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, নেপালের পদক্ষেপের কোনও ঐতিহাসিক ভিত্তি নেই এবং তা কোনওভাবেই ধোপে টিকবে না। পাশাপাশি, আলোচনার মাধ্যমে সীমান্ত বিবাদ মেটানোর বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাও মানে নি নেপাল। অন্যদিকে, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ভারতের সঙ্গে নেপালের একটি বিশেষ সম্পর্ক আছে। পৃথিবীর কোনও শক্তি সেটাকে ভাঙতে পারবে না। কোনও বিভেদ থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভবপর হবে বলেই আশাপ্রকাশ করেছিলেন তিনি। কিন্তু তাতেও যে কোনও লাভ হয়নি সেটা বৃহস্পতিবার আবারও প্রমাণিত হল।
নেপাল সংসদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584