সুদীপ পাল,বর্ধমানঃ
আজ দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২২ তম জন্মবার্ষিকী।জেলা জুড়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হলে এই দিন।স্থানীয় ক্লাব থেকে শুরু করে বিদ্যালয়ের মহা বিদ্যালয়ের দিনটি পালিত হয়।বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ডে নেতাজি মূর্তির পাদদেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হলো।নেতাজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব,জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া।বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুন্দর ঘোষাল বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু প্রাতঃস্মরণীয় ব্যক্তি।ভারতীয় স্বাধীনতা সংগ্রামের তাঁর ভূমিকা অনস্বীকার্য। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী এবং নরমপন্থী যে বিভাজন দেখা দিয়েছিল তারমধ্যে সুভাষচন্দ্র বসু চরমপন্থী ছিলেন।”
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
আরও পড়ুনঃ নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিযোগিতায় দৌড়লেন ছিয়াত্তরের বৃদ্ধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584