নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
‘উদ্যোগ’এর উদ্যোগে সারাদিন নানান রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হল বালুরঘাটের রঘুনাথপুর চার্চ অফ নর্থ ইণ্ডিয়া (সি এন আই ) মিশন শিশু নিকেতনে। জানা গেছে এই মিশন ১৯৫২ সাল থেকে চলছে ! শিশুদের মিশনারী আবাসিক হোস্টেলে এই জেলার প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে দুঃস্থ ও অনাথ আদিবাসী শিশুরা আসে শিক্ষা গ্রহণের জন্য ! এখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুরা পড়াশোনা করে। মোট ষাট জন অনাথ ও দুঃস্থ ছেলেমেয়ে আছে এখানে । কোনও সরকারী সাহায্য ছাড়াই ৬৪ বছর ধরে চলছে এই উদ্যোগ।চার্চ ওফ নর্থ ইন্ডিয়া দুর্গাপুর শাখার অধীনে এই প্রতিষ্ঠানের দ্বায়িত্বে আছেন বালিয়াস হেমরম। তাকে সর্বক্ষণ সাহায্য করছেন এই প্রতিষ্ঠানের প্রাক্তন আবাসিক তথা বর্তমানে খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক বিজয় কাউয়া। তিনি বর্তমানে এই হস্টেলের দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কথায় কথায় বিজয় বাবু জানান যে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে ব্রিটিশদের হাত ধরে । এখনো ক্যাম্পাসের চারদিকে ব্রিটিশদের ছায়া চোখে পড়ার মত। বর্তমানে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে চলা এই প্রতিষ্ঠানকে ইংরেজী মাধ্যমের বিদ্যালয় হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন বালিয়াস বাবু ।
আজ নেতাজীর জন্মদিনে
সারাদিন নানা অনুষ্ঠানের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, ছড়া, কবিতা গান প্রভৃতিতে মুখরিত ছিল হোস্টেল চত্তর। দুপুরে মধ্যাহ্ন ভোজনের আয়োজনও করা হয়েছিল উদ্যোগের পক্ষ থেকে ।স্বাস্থ্য বিধান মেনে শিশুদের হাত ধোয়া শেখান উদ্যোগের দিদিরা। মেনুতে ছিল ভাত,ডাল,পাপড় ভাজা, মুরগীর মাংস, রসগোল্লা।
সকল শিশুদের সংস্থার পক্ষ থেকে রুল, রং পেন্সিল, খাতাও প্রদান করা হয়।এছাড়াও বালুরঘাট শুভায়ন হোমের বারো জন আবাসিক এই হোমের শিশুদের সঙ্গে ভাব বিনিময়ে অংশগ্রহণ করে আজ। পরে শুভঙ্কর রায়ের নেতৃত্বে শুভায়ন হোমের আবাসিকরা সমবেত নৃত্য পরিবেশন করে।
ফাদার বালিয়াস হেমরম ছাড়াও আজ উপস্থিত ছিলেন
বিজয় কাউয়া,
বিশ্বনাথ লাহা,
দীপক চন্দ্র দত্ত,
দিলীপ সরকার,
লুকাস ঢঢলিয়া,
নিখিল চৌরিয়া,
শ্যামল মাহারা,
সূরজ দাশ, প্রতাপ কুণ্ডু, সৌমি ঘোষ, মমি দাস, প্রণতি কুণ্ডু, সাবিরুল ইসলাম, হীরা ঘোষ, বিকনং সিনহা, সোমনাথ সরকার, বিপ্লব বর্মণ, অরিন্দম রায়, মিঠুন মণ্ডল, নয়ন ঘোষ, নবীন বর্মণ, অলিন্দ সরকার, রুমা সরকার, দেবরাজ সিনহা, রসমিতা সাহা, নিষ্ঠা সরকার প্রমুখ ।
আরও পড়ুন: হাতির তান্ডবে তছনছ ফালাকাটা শ্রমিক আবাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584