মনিরুল হক, কোচবিহারঃ
নেতাজীর জন্মদিনে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন হল তুফানগঞ্জের থানা চৌপথিতে।মহামানবদের জন্মদিনে নিজেদের উদ্যোগে প্রত্যেকের আবক্ষ মূর্তি গড়ে তুফানগঞ্জকে সাজানোর উদ্যোগ নিয়েছেন কয়েকজন সাধারণ মানুষ। আর সেই মতোই নিজেদের শহরকে কলহ-ক্ষোভ-বিক্ষোভের থেকে একটু দূরে সরিয়ে মনিষীদের মহান ভাবনায় উদ্বুদ্ধ করার চেষ্ঠায় এক ধাপ এগিয়ে গেলেন তাঁরা।
নেতাজীর ১২৩ তম জন্মদিনে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন হল তুফানগঞ্জের থানা চৌপথিতে। উন্মোচন করেন তুফানগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের সহ সভাপতি স্বপন কুমার আইচ। মাল্যদান করেন তুফানগঞ্জ থানার এসডিপিও জ্যাম ইয়ং জিম্বা ও আইনজীবী পার্থ বর্মা।
উদ্যোক্তাদের তরফে প্রবীর বর্মণ জানান, ‘নতুন জেনারেশন যাতে নেতাজীর আদর্শ ভুলে না যায়, তাই এই উদ্যোগ। এরপর ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিও উন্মোচিত করার পরিকল্পনা রয়েছে।’
স্থানীয় বাসিন্দা অভিজিৎ দাস ও সহদেব অধিকারীর কথায় শুধু আদর্শে নয় সৌন্দর্যায়নের ক্ষেত্রেও এই উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে। সর্বোপরি পুরসভা নির্বাচনের আগেই সেজে উঠবে ৩১ নং জাতীয় সড়কের উপর অবস্থিত এই রাস্তা যা সড়ক পথে আসাম, মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের সাথে যোগাযোগের এক অনন্য মাধ্যম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584