নাচোস-মাঞ্চিস বিতরণ করে হাসির খোরাক বানলেন দিল্লির বিজেপির প্রধান

0
76

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনা আবহে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের সব পেশার মানুষ সকলেই নিজের নিজের সাধ্যমত গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন। শুধু অতিমারীর প্রকোপ নয় সঙ্গে রয়েছে লকডাউন, সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে এই পরিস্থিতিতে জীবিকানির্বাহ করাই চ্যালেঞ্জ।

bjp pradhan | newsfront.co
সৌজন্যেঃ আদেশ গুপ্তা’র টুইটার হ্যান্ডেল

সব পেশার সেলিব্রিটিরা নিতান্ত চক্ষুলজ্জাহীন না হলে সকলেই কোন না কোন ভাবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু যে হাসপাতালে বেড জোগাড় করে দেওয়া বা অক্সিজেন জোগাড় করে দিচ্ছেন তাঁরা এমন নয়।

নিত্য প্রয়োজনীয় জিনিসের জোগান দিয়েও সাধারণ নিম্নবিত্ত সহ নাগরিকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাঁরা।হয়তো এসব দেখেশুনেই দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তার মনে হয় যে তাঁরও কিছু করা প্রয়োজন। ব্যাস যেমন ভাবা তেমনি কাজ, দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ করতে নেমে পড়লেন তিনিও। কিছু স্ন্যাকস যেমন নাচোস আর মাঞ্চিসকে ‘খাদ্য সামগ্রী’ আখ্যা দিয়ে তিনি তুলে দেন স্থানীয় দুস্থ মানুষদের হাতে।

তবে একা আদেশ গুপ্তা নন এই ‘খাদ্য সামগ্রী’ বিতরণে তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী জি কিসেন রেড্ডি।সে ছবি টুইটারে পোস্ট করে আদেশ গুপ্তা লিখেছেন, ‘ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিসেন রেড্ডির নেতৃত্বে পার্টি দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করছে।’

তিনি ওই টুইটে লিখেছেন, এই খাদ্য সামগ্রী বিতরণ তাঁদের দলীয় নীতি ‘সেবাই সংগঠন’-এর অঙ্গ। দরিদ্র মানুষদের পাশাপাশি পৌরসভার কর্মী ও পুলিশ কর্মীদের মধ্যেও ‘খাদ্য সামগ্রী’ বিতরণ করেন তাঁরা।আদেশ গুপ্তার করা ওই টুইটে যে ছবি দিয়েছেন তিনি তাতে দেখা যায় ‘খাদ্য সামগ্রী’ হিসেবে তিনি যা বিতরণ করলেন তার দুটি জিনিসই আন্তর্জাতিক ব্র্যান্ডের স্ন্যাকস, একটি নাচোস আরেকটি মাঞ্চিস।

ববিজেপি নেতার পছন্দ করা এই দুটি স্ন্যাকসকে খাদ্য সামগ্রী হিসেবে বিতরণ করার নমুনায় নেটিজেনদের কাছে হাসির খোরাকই হলেন তিনি।অনেকেই প্রশ্ন করেছেন এত ‘মূল্যবান’ খাদ্য সামগ্রী আসলে কোনও কাজে লাগবে তো তাঁদের? এর পরিবর্তে দৈনন্দিন খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, আটা ইত্যাদি দিলে বরং এই অতিমারী পরিস্থিতিতে তাঁদের জন্য তা অনেক বেশি স্বাস্থ্যকর হতো।

আরও পড়ুনঃ রিসেশনের ছোঁয়া কি তবে এবার বিজেপিতে! বেতন পাচ্ছেন না বিস্তারকরা

আরও পড়ুনঃ করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস! রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত ৭

অনেকে আবার হিসেব করে দেখিয়ে দিয়েছেন ওই স্ন্যাকসের দামে কোন স্বাস্থ্যকর খাদ্যসামগ্রী কতটা পরিমাণে দেওয়া যেতে পারতো। মজা করে নেটিজেনদের কেউ এগুলোকে মদ্যপানের অনুপান ‘চাকনা’ হিসেবে ব্যাখ্যা করেছেন কেউ বা আবার পরামর্শ দিয়েছেন নাচোসের সাথে কোন সস বা ডিপ দিলে আরো ভালো লাগতো। সব মিলিয়ে আদেশ গুপ্তার এই অবিবেচক কাজের জন্য সারাক্ষণই হাসি মজায় ভরে ছিল টুইটার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here