তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
গত বৃহস্পতিবার পিন পার্বতী পাস শৃঙ্গ জয় করে ফিরে আসার পর আবার রায়গঞ্জ হিমালযান মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের ছয় সদস্যের দ্বিতীয় দল গঙ্গোত্রী ভাগীরথী গ্লেসিয়ার শৃঙ্গ জয় করবার উদ্দেশ্যে আগামী কাল রায়গঞ্জ থেকে রওনা হচ্ছে।দলনেতা মনোতোষ বিশ্বাস সোমবার জানান উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক তথা কনফেডারেশন অফ নর্থ বেঙ্গল এন্ড সিকিম জার্নালিস্ট এসো সিয়েশনের সভাপতি অলিপ মিত্র অভিযাত্রীদের হাতে স্মারক ও পুষ্প স্তবক,প্রখ্যাত পর্বত আরোহী রতন লাল বিশ্বাস জাতীয় পতাকা ও সংস্থার সম্পাদক উৎপল মন্ডল সংস্থার পতাকা দলনেতা মনোতোষ বিশ্বাসের হাতে তুলে দেন।অভিযানের দলনেতা মনোতোষ বিশ্বাস বলেন তাদের অভিযাত্রী দলের অপর পাঁচজন সদস্য হলেন তরুণ সরকার,শঙ্কর ধর, নিলাদ্রী সিনহা,আঞ্জুমান আলি অবতাব ও অপর্ণা চক্রবর্তী।দলনেতা মনোতোষ বিশ্বাস বলেন গঙ্গোত্রী ভাগীরথী গ্লেসিয়ার (২)শৃঙ্গের উচ্চতা২১৩৬৫ ফুট।উত্তরাখন্ড হয়ে গঙ্গোত্রী,ভুজবাসা গোমুখ হয়ে নন্দনবনে প্রথম বেস ক্যাম্প।পরে সামিট ক্যাম্পের মাধ্যমে শৃঙ্গ জয়ের চেষ্টা করবেন বলে জানান।এই ধরনের অভিযান উত্তরবঙ্গে এই প্রথম।
আরো পড়ুনঃ বেহাল বন্দরের আবাসন,কর্তৃপক্ষ উদাসীন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584