নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অবশেষে প্রায় পাঁচ সপ্তাহ পর দিল্লিতে অবতরণ করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া অত্যাধুনিক বাহন। যা এয়ার ইন্ডিয়া ওয়ানে যুক্ত হতে চলেছে। আগস্টের শেষের দিকেই ভারতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
জানা গিয়েছে, আমেরিকার টেক্সাসের ওর্থ বিমানবন্দর থেকে ১৫ ঘণ্টার যাত্রা করে দিল্লি বিমানবন্দরে অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩৩০ ইআর বিমানটি অবতরণ করেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক শীর্ষ কর্তা বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ৩ টে ১১ মিনিটে বোয়িং জেট ভারতে অবতরণ করেছে।’
PMs Air India one has landed in Delhipic.twitter.com/fhMwXJ4FRs
— Amiet R. Kashyap (@Amitraaz) October 1, 2020
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির ব্যবহারের জন্য বিমান দুটি ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। বিশেষভাবে তৈরি দুটি বিমানের গায়ে ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। একইসঙ্গে থাকবে অশোক স্তম্ভও। এই বিমান দুটিতে রয়েছে বিশেষ বিমানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের নিজস্ব ‘মিসাইল ডিফেন্স সিস্টেম’।
আরও পড়ুনঃ আজ থেকে ড্রাইভিং লাইসেন্স, ভেহিকলস রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে না রাখলেও চলবে
#WATCH: VVIP aircraft Air India One that will be used for President, Vice President & PM arrives at Delhi International Airport from US.
It is equipped with advance communication system which allows availing audio & video communication function at mid-air without being hacked. pic.twitter.com/4MtXHi8F9O
— ANI (@ANI) October 1, 2020
যা ‘লার্জ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার্স’ (এলএআইআরসিএম) নামেও পরিচিত। বিমানে রয়েছে সেল্ফ প্রোটেকশন স্যুট (এসপিএস)। নিরাপত্তা ব্যবস্থার বিচারে মার্কিন প্রেসিডেন্টের বিমানকেও টক্কর দেবে মোদীর নয়া বাহন। একইসঙ্গে বিমানে বড়সড় অফিস থাকছে।
আরও পড়ুনঃ দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের
বৈঠকের জন্য ঘর, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম থাকছে। পাশাপাশি থাকছে স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা সামলানোর জন্য একটি আলাদা অংশ। শুধু তাই নয়, তেল ভরার জন্য কোথাও না দাঁড়িয়েই ভারত থেকে আমেরিকা সরাসরি উড়ে যেতে পারবে বিমানটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584