শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা আবহে একাধিক পরিবর্তন মেট্রো পরিষেবায়। এবার যাত্রীদের সুবিধার্থে আসছে অ্যাপ। সেই নয়া অ্যাপে যাত্রীদের জন্য সময়সারণী থেকে থাকছে ভাড়ার তালিকা।
করোনা সঙ্কটে বন্ধ পরিষেবা। কিন্তু এই সুযোগে কলকাতা মেট্রো পরিকাঠামোগত কাজকর্ম চালিয়ে যাচ্ছে জোরকদমে। লক্ষ্য পরিষেবা চালু হলে যাত্রীদের সর্বোচ্চ মানের পরিষেবা দেওয়া। সেই লক্ষ্যেই কলকাতা মেট্রো তৈরি করেছে নয়া অ্যাপ।
কী কী সুবিধা রয়েছে এই নয়া অ্যাপে? জানা গিয়েছে এই অ্যাপের মাধ্যমে ১৮ টি বিষয় জানতে পারবেন যাত্রীরা। তার মধ্যে উল্ল্যেখযোগ্য সময়সারনী।
আরও পড়ুনঃ কলকাতার সব ওয়ার্ডেই হবে কোভিড পরীক্ষাকেন্দ্র! ঘোষণা ফিরহাদের
কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত সব স্টেশনের সময় সারনী থাকছে। এছাড়াও থাকছে ভাড়ার তালিকা, অনলাইন রিচার্জ, যাত্রীদের জন্য নির্দেশিকা, মেট্রোয় কি কি জিনিস নিষিদ্ধ, অপরাধ, জরিমানা, টেণ্ডার প্রক্রিয়ার ব্যবস্থা-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584