নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে ২০০৯ সালের আরেকটি আদালত অবমাননার অভিযোগের শুনানির জন্য গঠিত হবে নতুন বেঞ্চ।
প্রশান্ত ভূষণের দুটি টুইটের কারণে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চলছে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে, ২০০৯ সালে তহেলকা ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে শ্রী ভূষণ বিচারব্যবস্থা সম্পর্কে অনুরূপ মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের বিরুদ্ধেও অবমাননার মামলা রয়েছে , শুনানির জন্য গঠিত হবে নতুন বেঞ্চ।
আরও পড়ুনঃ নথি জটে ফের আটকে গেল ডাঃ কাফিল খানের শুনানি
বিচারপতি অরুণ মিশ্র অবসর নিচ্ছেন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। প্রশান্ত ভূষণের দুটি টুইটের কারণে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি হচ্ছে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে।
২০০৯ সালের তহেলকা ম্যাগাজিনের সাক্ষাৎকারে বিচারব্যবস্থা সম্পর্কে অনুরূপ মন্তব্য করার কারণে যে আদালত অবমাননার মামলা সেটি নতুন বেঞ্চের কাছে পেশ করা হবে, কারণ এই বেঞ্চের সময়ের অভাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584