জিনিয়ার লেখনীতে সারোগেট সিঙ্গল ফাদার

0
298

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এবার সিঙ্গল ফাদারের গল্প নিয়ে হাজির জিনিয়া সেন। উইন্ডোজের প্রযোজনায় আসছে নতুন বাংলা ছবি ‘বাবা বেবি ও..’।এই ‘ও’ কে? সিঙ্গল ফাদারের প্রেমিকা নাকি সিঙ্গল ফাদারের গিন্নি? নাকি অন্য কেউ? সেটাই লাখ টাকার প্রশ্ন।

baba baby o film | newsfront.co

সিঙ্গল ফাদারের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। বাস্তবের মতো এই ছবিতেও তাঁর দুটি সন্তান। ছবির পরিচালনার দায়িত্বে আছেন অরিত্র মুখোপাধ্যায়। সম্প্রতি সামনে এসেছে ছবির মোশন পোস্টার৷ ঠিক কোন ভাবনা থেকে সিঙ্গল ফাদারের গল্প ফাঁদলেন লেখিকা জিনিয়া সেন? আগ্রহের তারণায় ফোন ঘোরাই তাঁকে।

jinia | newsfront.co
জিনিয়া সেন, কাহিনিকার ও চিত্রনাট্যকার

জিনিয়া জানান- “এই সময়ে দাঁড়িয়ে একজন সারোগেট ফাদারের গল্প বলাটা বেশ জরুরি। এই লকডাউনেই আমার খুব পরিচিত একজন টুইন বেবির সারোগেট ফাদার হয়েছেন। সেটা দেখার পরই এই ধরনের বিষয়কে দর্শকের সামনে তুলে ধরার কথা মাথায় আসে।

jisshu | newsfront.co
যিশু সেনগুপ্ত

বাবা আর তার দুই সন্তানের মাঝে আরেকজন এলে ব্যাপারটা কেমন হয়? আর কে’ই বা সেই আরেকজন? সেটাই দেখানো হবে ছবিতে।”জিনিয়া আরও জানান, ২০ মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং। কলকাতাতেই হবে শুটিং।

আরও পড়ুনঃ অভিষেক বসুর নতুন শর্ট ফিল্মে নৃত্যশিল্পীর চরিত্রে দেবলীনা কুমার

এই পরিস্থিতিতে আউটডোর করার পরিকল্পনা নেই উইন্ডোজের। স্টুডিওর ভিতরেই শুটিং করার ইচ্ছা আছে।কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া। সংলাপ লিখছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় চমক হাসান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here