অলিভিয়া পেল ‘চাইনিজ বক্স’!

0
154

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সায়ন বসু চৌধুরীর হাত ধরে আসছে নতুন বাংলা ছবি ‘হরর স্টোরিজ’। দুটি গল্পের সমন্বয়ে একটি ছবি। এই ট্রেন্ড অবশ্য নতুন নয়৷ এর আগে সায়ন নিজেও এহেন ফ্লেভার দিয়ে বানিয়েছেন ছবি। এবার দ্বিতীয়বার, ছবির নাম ‘হরর স্টোরিজ’। এতে আছে দুটি গল্প৷ একটির নাম ‘ভয়’, অন্যটি ‘চাইনিজ বক্স’।

horror stories | newsfront.co

alivia sarkar | newsfront.co

actor | newsfront.co

actress | newsfront.co

‘চাইনিজ বক্স’ গল্পে অভিনয় করতে দেখা যাবে অলিভিয়া সরকার এবং সুপ্রতীম সাহাকে। অলিভিয়া এখানে একেবারে অন্যরকম, নাম অনন্যা। সে নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। অনেক না পাওয়া আছে জীবনে। নানাজনের কাছ থেকে সে অপমানিত হয়। হীনমন্যতায় ভোগে সে।

shooting | newsfront.co

acting | newsfront.co

সেই অনন্যা যখন একটা চাইনিজ বক্স পায় হাতে তখন কী হয় সেটাই দেখার এই গল্পে।আর ‘ভয়’-গল্পে রয়েছেন মৈনাক ব্যানার্জি এবং রূপসা মুখার্জি। রূপসা ভয় পায়৷ ভয়কে আবার সে জয় করতেও জানে। অফিসের বসের সঙ্গে তার বিয়ে হয়।

আরও পড়ুনঃ মোদক বাড়িতে দোলখেলা

camera | newsfront.co

mainak and rupsa | newsfront.co

আরও পড়ুনঃ রান্নাঘরে বসন্ত উৎসব

তারপর কোথাকার জল কোথায় গড়ায় সেটাই দেখার।দুটির গল্প ভিন্নধর্মী হলেও ভয়ের ফ্লেভার আছে, রোমাঞ্চ আছে।মে মাস নাগাদ মুক্তির সম্ভাবনা এই ছবির।’পাণ্ডে মোশন পিকচার্স’-এর প্রযোজনায় আসছে এই ছবি। ছবির ডাবিং, গান রেকর্ডিং সব কাজই শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here