‘কাদম্বরী আজও’ একইরকম, জুটি বাঁধছেন অঙ্কিতা-অমিতাভ

0
105

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

bangla movie
ছবি: সংগৃহীত

আসছে নতুন বাংলা ছবি ‘কাদম্বরী আজও’। নাম ভূমিকায় রয়েছেন অঙ্কিতা চক্রবর্তী, মুখ্য পুরুষ চরিত্রে অমিতাভ ভট্টাচার্য। এ ছাড়াও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়।

serial
ছবি: সংগৃহীত
bengali movie
ছবি: সংগৃহীত

বলা বাহুল্য, ‘কাদম্বরী আজও’ নামটি শুনে এক লহমায় মনে হয় একি কোনও মেটাফর হতে চলেছে রবি ঠাকুর ও কাদম্বরী দেবীর? এই ছবির পরিচালক শর্মিষ্ঠা দেব জানান- “মেটাফর তো বলা যায় না। কিন্তু কাদম্বরী নামটার মধ্যে যে কষ্ট, একাকীত্ব আছে সেটাকেই আজকের যুগে দাঁড়িয়ে ছবিতে তুলে ধরা হয়েছে।”

আরও পড়ুনঃ বাজল বিদায়ের ঘণ্টা, শেষ হল ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের শুটিং

ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রজিৎ মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজদীপ সরকার, অর্কপ্রভ, সৃজনী মিত্ররুমকী চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ, লোলেগাঁও-তে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here