নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
খোকা ৪২০, হিরো ৪২০, কানামাছি, নিউটন, খিলাড়ির মতো সব ছবির পোস্টার ডিজাইনার অভি মিত্র এবার ছবির পরিচালনায়৷ হিন্দি ছবি মুন্না মাইকেল, জুড়ুয়া ট-র পোস্টার ডিজাইনিং টিমেও ছিলেন তিনি। এহেন অভি মিত্রর ডেবিউ বাংলা ছবির নাম ‘সতী আর ফিরবে না’।
নামেই বোঝা যাচ্ছে ছবিতে রয়েছে হারিয়ে যাওয়ার গল্প। কিংবা অপহরণের গল্প। একদমই তাই। গল্পের দিকে তাকালে দেখা যায়, সদ্যোজাতরা জন্মের পরই এক ঘণ্টার মধ্যে হারিয়ে যায়। পুলিশ এর তদন্ত করে।


এরপর যখন যুবনেতার সদ্যোজাত সন্তান হারিয়ে গেলে পুলিশ নড়েচড়ে বসে আরও। স্থানীয় থানার ওসি ছুটিতে থাকায় তদন্তের সব দায়িত্ব পড়ে সাব ইনস্পেক্টর মৈনাক ব্যানার্জির উপরে।

মৈনাক এবং কেশব শুরু করে তদন্ত। তারপর কী হয় তা জানার জন্য দেখতে হবে এই ছবি। শুটিং শুরু হবে ডিসেম্বরে। স্ক্রিপ্ট লিখছেন তারাশ্রী ঘোষ। ডি ও পি চয়ন কর্মকার।
অভিনয়ে জ্যামি ব্যানার্জি, সৌরভ বিট্টু, গৌরব চক্রবর্তী সহ আরও অনেকে। প্রসঙ্গত, জ্যামি এর আগে ওয়েব সিরিজ ‘লাল বাজার’, বড় পর্দায় ‘কিডন্যাপ’ সহ আরও বহু ছবিতে কাজ করেছেন।
পেশায় একজন ইঞ্জিনিয়ার জ্যামি। ওদিকে সৌরভ বিট্টু ‘বিবাহ অভিযান’, ‘উমা’, ‘হামি’র মতো ছবিতে কাজ করেছেন। আর গৌরব চক্রবর্তী তো বাংলা সিনেমার পরিচিত মুখ।
আরও পড়ুনঃ আনুষ্ঠানিকভাবে সামনে এল ‘প্রতিদ্বন্দ্বী’র পোস্টার
পরিচালক অভি মিত্র জানান- “আমি আরও বহু কাজ করতে চাই৷ থিয়েটার শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই। এই ছবিটি একটি স্বাধীন ছবি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে টিম ফ্লোরে যাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584