শৈশবের হিসেব নিকেশ লেখা আছে ‘কিশলয়’-এ

0
221

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পরিচালক আতিউল ইসলাম নিয়ে আসছেন তাঁর নতুন বাংলা ছবি ‘কিশলয়’। ছবির প্রযোজনায় ‘আরণ্যক ফিল্মস’। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তানবির কাজি।

Atiul Islam |newsfront.co

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত, সুদীপ মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, অদ্রিজা মুখার্জি, বিবেক ত্রিবেদি, দেবরাজ মুখার্জি প্রমুখ। ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন অমিত মিত্র ও মসিউর রহমান। সংগীতশিল্পী হিসাবে রয়েছেন ইন্দ্রানী ব্যানার্জি সহ আরও অনেকে। কার্যনির্বাহী পরিচালক আর. চ্যাটার্জি।

Deblina Dutta | newsfront.co

শৈশবের নানাদিক উঠে আসবে এই ছবিতে৷ শৈশবের লেখাপড়া, খেলাধুলো, স্কুলের শিক্ষাব্যবস্থা সহ নানা দিক উঠে আসবে এই ছবিতে৷ নিজের চরিত্র নিয়ে দেবলীনা দত্ত বলেন- “আমি একজন সৎ, সাহসী উকিলের চরিত্র করছি।খুব সুন্দর গল্প। আশা রাখি ‘কিশলয়’ সমাজকে অনেককিছু শেখাবে।”

আরও পড়ুনঃ নবীন-প্রবীণদের নিয়ে চিত্র প্রদর্শনী বিড়লা আর্ট গ্যালারিতে

actress | newsfront.co

Child actress | newsfront.co

সিনেমার বিষয় নিয়ে পরিচালক আতিউল ইসলাম বলেন- “কিশলয় হল আমাদের সমাজের প্রতিটি ঘরের গল্প। সবাই নিজের জীবনের সঙ্গে মেলাতে পারবেন এই ছবিকে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here