মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
পুজোয় আসছে ‘চলো পটল তুলি’। ৩ অক্টোবর প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। রঙ্গমঞ্চে ২৫০ রজনী অতিক্রম করা বিখ্যাত এই নাটকটি সিনেমায় তুলে ধরেছেন এই ছবির পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায়। তাঁর কাছ থেকে গল্পটা শুনেই আর বিশেষ কিছু ভাবেননি শাঁওলী মজুমদার। তখনই সিনেমাটি প্রযোজনা করবেন বলে ঠিক করেছিলেন তিনি।
হাজারো সঙ্কট বা ব্যস্ততাও নাটকের প্রতি তাঁর ভালোবাসাকে কমিয়ে দিতে পারেনি। চিরকাল দুটি আর্ট ফর্মকে মেলানোর কাজ করে এসেছেন শাঁওলী মজুমদার। তাই এবার নাটক ও সিনেমার এই মিশ্রণকে যে লোকের সামনে আনার জন্য তিনি উৎসাহ দেবেন সেটাই তো স্বাভাবিক। এভাবেই ‘চলো পটল তুলি’র সঙ্গে জড়িয়ে পড়েন শাঁওলীর। গল্পের মধ্যে যে দিকটা তাঁকে বেশি টেনেছিল সেটা হল প্রধান চরিত্রের ইনসিকিওরিটি বা নিরাপত্তাহীনতা।
আরও পড়ুনঃ পুজোর গানঃ বাংলা পপ
অশ্বিনী চাকলাদার নামের একটি মানুষ বিশ্বাস করেন তার ‘বেরি বেরি’ হয়েছে। সেই রোগমুক্তির জন্য তিনি সর্বত্র নিদান খুঁজতে থাকেন। যে কেউ তাকে যা খুশি নিদান দিলে তিনি তাই করেন। এমনকি কলা না খেয়ে কলার খোসা খেতে বললে তিনি তাও খেয়ে নেন। এরকমই হাসির মোড়কে জড়ানো গল্প নিয়ে তৈরি অরিন্দম গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘চলো পটল তুলি’।
আরও পড়ুনঃ পুজোর গানঃ রূপঙ্করের কণ্ঠে ‘সময় থমকে দাঁড়ায়’
শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। পরিচালক হিসাবে এটিই তাঁর প্রথম কাজ। তিনি বলেন, “পরিচালক হিসাবে এটা আমার প্রথম কাজ। অনেক বাধা পেরিয়ে ছবিটি এখন মুক্তির প্রহর গুনছে। ছবিতে যে সমস্ত কলাকুশলীরা অভিনয় করেছেন তাঁরা প্রত্যেকেই আমাকে সহযোগিতা করেছেন। আশা করছি এই নিউ নর্মাল পর্বে এই ছবিটি সকলকে আনন্দ দিতে পারবে”।
আরও পড়ুনঃ মহাসপ্তাহে যমুনা-গীত ধামাকা
একসময় প্রায় অস্তমিত হয়ে আসা চার্বাক দলটিকে রঙ্গমঞ্চে নতুনভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল ‘চলো পটল তুলি’ নাটকটি। বর্তমানের এই সঙ্কটকালেও মানুষের হারানো হাসিকে ফিরিয়ে আনবে এই সিনেমা। ২৩ অক্টোবর মুক্তি পেতে চলেছে শাঁওলী মজুমদার প্রযোজিত এই ছবিটি।
ছবিতে অভিনয় করতে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, শুভাশিস মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, তনিমা সেন, অনামিকা সাহা, গৌরব চক্রবর্তী, অরিন্দম গঙ্গোপাধ্যায়, খেয়ালী দস্তিদার, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়-সহ আরও অনেককে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584