‘কাদম্বিনী’তে রেট্রো লুকে, অন্য মেজাজে ঊষসী

0
534

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এমন একটা সময় ছিল যখন একজন মহিলা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে পারে তা ভাবা তো দূর অস্ত, বাড়ির মেয়ে বাইরে লেখাপড়া করতে যাবে এই ভাবনাও দুষ্কর ছিল মানুষের কাছে। সত্যি কথা বলতে কি ভাবা অপরাধ ছিল। সেই সময়ে দাঁড়িয়েই ডাক্তার হয়েছিলেন কাদম্বিনী গাঙ্গুলি৷

kadambini | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

বাংলার প্রথম এবং ভারতের দ্বিতীয় মহিলা ডাক্তার তিনি৷ সমাজের স্রোতের প্রতিকূলে সাঁতার কেটে তিনি হয়ে ওঠেন ডাঃ কাদম্বিনী গাঙ্গুলি। তাঁরই বায়োপিক এবার বাংলা টেলিভিশনের পর্দায়। জি বাংলার নিজস্ব ঘরে তৈরি হচ্ছে এই ধারাবাহিক। দর্শক দরবারে হাজির হতে বেশি দেরি নেই কাদম্বিনীর। তবে, দিনক্ষণ কিছুই জানানো হয়নি চ্যানেলের তরফে৷

kadambini | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ঊনবিংশ শতাব্দীতে নারীর অবস্থান, তৎকালীন সমাজ, সামাজিক চিন্তাভাবনা সবই ধরা পড়বে এই ধারাবাহিকে।
ডাক্তার হয়ে উঠতে কাদম্বিনীকে কতখানি ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে তা সবই তুলে ধরার চেষ্টা করা হবে এই ধারাবাহিকে।

আরও পড়ুনঃ অর্চি নয়, হাসিখুশি রাঙাবাবুই আসলে ঋষি কৌশিক

kadambini | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
kadambini | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
kadambini | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
kadambini | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আট সন্তানকে মানুষ করেছেন তিনি। তার মধ্যে সতীনের সন্তানেরাও ছিল। সংসার, সন্তান সব সামলে তিনি চালিয়ে যান নিজের লেখাপড়া। পাড়ি দেন বিদেশেও। এই সব তথ্য দর্শকের দরবারে হাজির করতে রিসার্চের কাজটি চালিয়ে যাবেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। কাহিনি ও চিত্রনাট্য লিখবেন শাশ্বতী ঘোষ। কস্টিউম করছেন সাবর্ণী দাস।

kadambini | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আগেই জানানো হয়েছে কাদম্বিনীর চরিত্রে থাকছেন ঊষসী রায়। এর আগে মিলন তিথি, বকুল কথা ধারাবাহিকের হাত ধরে দর্শকের কাছে পরিচিত হয়েছেন তিনি। এবার একেবারে অন্য ইমেজে, অন্য মেজাজে ধরা দেবেন ঊষসী। তাঁর রেট্রো লুক দর্শকের নজর কাড়বে বলে আশা করা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here