অর্চি নয়, হাসিখুশি রাঙাবাবুই আসলে ঋষি কৌশিক

0
571

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অর্চিবাবু থেকে আজকের রাঙাবাবু- কতটা পাল্টেছেন ঋষি কৌশিক? আসলে ঋষি কৌশিক পাল্টাননি। পাল্টেছে অর্চিবাবু।

new bengali serial Kora Pakhi | newsfront.co
ঋষি কৌশিক। ছবিঃ প্রতিবেদক

অর্থাৎ ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের সাংবাদিক অর্চিস্মান মুখার্জি। স্ত্রী বাহামণি সোরেনের সে অর্চিবাবু। আর এখন আদিবাসী অধ্যুষিত এলাকায় লালিত লড়াকু মেয়ে আমনের সে রাঙাবাবু। রাঙাবাবুর সঙ্গে অর্চিবাবুর আচার ব্যবহার, অভিব্যক্তি সব কিছুতে আকাশ পাতাল পার্থক্য। রাঙাবাবু অর্থাৎ অঙ্কুর সদাহাস্যময় একজন যুবক। সে কারো তোয়াক্কা করে না।

Kora Pakhi | newsfront.co
আমন-রাঙাবাবু। ছবিঃ প্রতিবেদক

নিজের যেটা ভাল মনে হয় সেটাই করে। সোজা কথা সোজা ভাষায় সরাসরি এবং দেরি না করে সে বলে ফেলে। একইভাবে আমনকেও নিজের ভাল লাগার কথা স্পষ্ট বলে দিয়েছে সে।

Kora Pakhi | newsfront.co
ছবিঃ ফেসবুক

অর্চিবাবু হোক বা রাঙাবাবু, ঋষি কৌশিক আসলে কার মতো জানতে চাওয়া হয় ‘কোড়া পাখি’ ধারাবাহিক শুরুর আগে। তিনি সহাস্যে জানান- “আমি রাঙাবাবুর মতো। আমার সঙ্গে যারা মেশে তারা জানে আমি কতটা ক্যাজুয়াল, কতটা খিল্লি করতে ভালোবাসি সবার সঙ্গে।

মুখ গোমড়া করে বসে থাকা আমার কম্ম নয়। আমি খুব খুশি যে লীনা দি (লীনা গঙ্গোপাধ্যায়) আমায় হাসতে দিলেন। এর আগে মানুষ প্রায় সবসময়ই আমাকে গোমড়া মুখে খুব সিরিয়াস একটা ইমেজ নিয়ে থাকতে দেখেছেন৷ অঙ্কুরও সিরিয়াস। কিন্তু সে সর্বক্ষণ রাম গরুড়ের ছানা হয়ে বসে থাকে না। আমি আসলে যেমন তেমনই অঙ্কুর।”

Kora Pakhi | newsfront.co
ছবিঃ ফেসবুক

আমন চরিত্রের হাত ধরে অনেকদিন পর মেগা সিরিয়ালে ফিরলেন পার্ণো মিত্র। একেবারে অন্য এক আমনকে পাচ্ছেন দর্শক।

আরও পড়ুনঃ অরিজিৎ অফিসিয়ালের নতুন শর্ট ফিল্ম ‘গুনাহ’

অন্যান্য চরিত্রে রয়েছেন অনসূয়া মজুমদার, সুমন্ত মুখোপাধ্যায়, কুশল চক্রবর্তী, গোগোল দাস, ঐশ্বর্য সেন, রাজ্যশ্রী ভৌমিক, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, ভরত কল, ঋতা দত্ত চক্রবর্তী, রাহুল চক্রবর্তী সহ আরও অনেকে।
‘কোড়া পাখি’ আদিবাসী অধ্যুষিত এলাকায় লালিত একটি মেয়ের জীবনের গল্প তুলে ধরছে। আমন রয়েছে গল্পের কেন্দ্রে।

সে কলকাতার কাগজের সাংবাদিক হতে চায়। কলকাতায় এসে শুরু হয় তার অন্য লড়াই। তাকে তার বাবা কিংবা মা ফেলে দেয়। তাকে কুড়িয়ে পেয়ে নিজেদের সন্তানস্নেহে মানুষ করে এক আদিবাসী দম্পতি। আমন আদিবাসী নয়।

তার নেই কোনও ভোটার আই ডি, নেই প্যান কার্ড, নেই আধার কার্ড, নেই জন্মপরিচয়লিপি। তা হলে কী ভাবে সে চাকরি করবে কলকাতার কাগজে? এই মুহূর্তে দাঁড়িয়ে অস্তিত্ব সংকটে ভুগছে সে। তার পাশে দাঁড়িয়েছে অঙ্কুর।

আরও পড়ুনঃ “চাকদহ এক্সপ্রেস”- এ অনুষ্কা

প্রখ্যাত লেখিকা তথা অধ্যাপিকা মৃণালিনী সেনের আনুকূল্যেই আমন কলকাতার এক কাগজে ট্রেনি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে। কিন্তু এবার কী হবে? মৃণালিনী সেন কি পারবে আমনকে তার পরিচয় জুটিয়ে দিতে?

ওদিকে অঙ্কুরের সঙ্গে মেধার বন্ধুত্বের একটা শক্তপোক্ত পরিণতি দিতে চায় ওদের পরিবার। কিন্তু অঙ্কুর? সে কি মেধাকে বিয়ে করবে? নাকি গল্পের জল গড়াতে চলেছে অন্যদিকে? জানতে হলে দেখতে হবে ‘কোড়া পাখি’। সোম থেকে শুক্র রাত ৯টায় স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here