নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের জন্ম, কাশ্মীরের ইতিহাসের পুণর্লিখন

0
74

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

new birth place in kashmir | newsfront.co
সংবাদ চিত্র

আজ থেকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে গেল জম্মু-কাশ্মীর। ভারতের মানচিত্র থেকে রাজ্য সংখ্যা কমে হল ২৮। কেন্দ্রশাসিত অঞ্চল বেড়ে হল ৯। জম্মু-কাশ্মীর ভেঙে হল কাশ্মীর এবং লাদাখ। ৩১ অক্টোবর মধ্যরাত থেকেই রাজ্যের মর্যাদা হারিয়ে ভাগ হয়ে গেল জম্মু-কাশ্মীর।

৫ অগষ্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ৩১ অক্টোবর তা বাস্তবায়িত করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের আর্জি জানানো হয়েছিল।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে ৩৫৬ ধারার অন্তর্গত পূর্ব নির্ধারিত নিয়মগুলি প্রত্যাহার করে ঘোষণা করেন, এখন থেকে জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৫৬ ধারার ২ নং অনুচ্ছেদটি আর খাটবে না। ফলে জম্মু-কাশ্মীর আর রাষ্ট্রপতি শাসনের অন্তর্ভুক্ত থাকছে না।

আরও পড়ুনঃ পাঁচলক্ষ ক্ষতিপূরণের সাথে চাকরির দাবি কাশ্মীরে নিহত পরিবারের প্রতিবেশীদের

পাশাপাশি আজ জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তলের সামনে শপথ নিলেন নতুন উপরাজ্যপাল জিসি মুর্মু। লে-তে শপথ গ্রহণ করলেন লাদাখের নতুন উপরাজ্যপাল রাধাকৃষ্ণ মাথুর।

রচিত হল নতুন ইতিহাস। আনুষ্ঠানিক ভাবে লাদাখে উত্সবের আমেজে সবাই উপস্থিত হলেও কাশ্মীরে সেনা নিরাপত্তা বাড়ল আরও কিছুটা। ফলত কাশ্মীরি সাধারণ মানুষের জীবন নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here