রিলিফ ক্যাম্পে জন্ম সদ্যোজাতর

0
52

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

করোনার জেরে রিলিফ ক্যাম্পে সদ্যোজাতর জন্ম দিলেন এক পরিযায়ী প্রসূতি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার গভঃ আই টি আই কলেজ রিলিফ ক্যাম্পের ঘটনা।

new born baby born in relief camp | newsfront.co
নিজস্ব চিত্র

জানা যায়, গত ২৬শে এপ্রিল পূর্ব মেদিনীপুর থেকে একটি পরিযায়ী শ্রমিকের ২২ জনের দল ডায়মন্ডহারবারে চলে আসেন। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসলে ওই পরিযায়ী শ্রমিকদের ডায়মন্ড হারবার গভঃ আই টি আই কলেজের রিলিফ ক্যাম্পে রাখা হয়।

পরিযায়ী শ্রমিকদের মধ্যে পুরুষ সহ শিশু ও মহিলারাও ছিলেন। এদের মধ্যে এক মহিলা গর্ভবতী ছিলেন। এরপর ৩রা মে ওই গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয় রিলিফ ক্যাম্পের মধ্যেই। তখনই প্রশাসনের পক্ষ থেকে তাকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি করলে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

আরও পড়ুনঃ করোনা আবহে শিশুদের পাশে কাউন্সিলার

বর্তমানে ওই প্রসূতি আমিনারা বিবি ও তার সদ্যোজাত সন্তান সুস্থ অবস্থায় ডায়মন্ডহারবার রিলিফ ক্যাম্পে রয়েছেন। এদিন ডায়মন্ডহারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা ওই মহিলা ও তার সদ্যোজাত সন্তানকে দেখতে রিলিফ ক্যাম্পে যান এবং পুষ্টি উপাদান সহ নতুন জামা কাপড় প্রদান করেন ওই সদ্যোজাত শিশু ও প্রসূতি সহ পরিযায়ী শ্রমিকদের।

পাশাপাশি লালপোল বন্ধু মহলের সদস্যরা এদিন ওই আটকে পড়া শ্রমিকদেরকে শুকনো খাবার সহ নানান সামগ্রী প্রদান করেন। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় উত্তর ২৪ পরগনা জেলার মিনাখা ও সন্দেশখালিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি। এবং তাদেরকে খুবই শীঘ্রই বাড়ি ফেরানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here