নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকাতে ঝুমি নদীর উপর সেতু তৈরির দাবি স্বাধীনতার আগে থেকেই। কিন্তু স্বাধীনতার পরও ঝুমি নদীর উপর সেতু তৈরির কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। রাজ্য ৩৪ বছর বামেরা ক্ষমতায় ছিল।
সেই সময় ওই এলাকায় সেতু নির্মাণের দাবিতে মিছিল হয়েছে ,পদযাত্রা হয়েছে। তৎকালীন বাম সরকার আশ্বাস দিয়েছিলেন ঝুমি নদীর উপর সেতু তৈরি করা হবে। আশ্বাস থেকে গিয়েছে কিন্তু সেতু তৈরির কোন উদ্যোগ নেওয়া হয়নি। ঘাটাল থেকে ২০১১ সালে বিধায়ক নির্বাচন হন শংকর দোলাই।তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর রাজ্যে মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি কে মনসুকা এলাকায় ঝুমি নদীর উপর সেতু তৈরির দাবি জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কের আবেদনে সাড়া দিয়ে ঝুমি নদীর উপর সেতু তৈরির আশ্বাস দেন। যার ফলে বুধবার মেদিনীপুর থেকে প্রশাসনের আধিকারিকরা ঘাটালের মনসুকা এলাকায় গিয়ে সেতু তৈরির এলাকাটি ঘুরে দেখেন।
আরও পড়ুনঃ প্রাপ্তবয়স্ক মহিলা স্বেচ্ছায় যেখানে ইচ্ছা, যার সঙ্গে খুশি থাকতে পারেনঃ দিল্লি হাইকোর্ট
এর ফলে এলাকার বাসিন্দারা খুশি।ঝুমি নদীর উপর সেতু নির্মাণ হলে পশ্চিম মেদিনীপুর জেলার সাথে হুগলি জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। তেমনি কয়েকজন মহাপুরুষের জন্ম স্থান মানুষ খুব কম সময়ের মধ্যে পরিদর্শন করতে পারবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ এবং রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান সহ রাজা রামমোহন রায়ের রাধানগর এলাকা ঘুরে দেখতে পারবেন। তাই সেতু তৈরির প্রক্রিয়া বুধবার থেকেই শুরু হলো।
আরও পড়ুনঃ ফিরহাদ হাকিমকে দিয়ে কলকাতায় ‘কো- ভ্যাকসিন’ তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু
টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে। ডিসেম্বর এর মধ্যে সেতু তৈরির সমস্ত প্রক্রিয়া শেষ হবে। ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম থেকেই শুরু হবে ঝুমি নদীর উপর কংক্রিটের সেতু তৈরির কাজ বলে ঘাটালের বিধায়ক শংকর দোলাই জানান।
তাই বিধায়ককে এলাকার বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এলাকার বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন। কারণ স্বাধীনতার পর তাদের স্বপ্ন বাস্তবে রূপায়িত হতে চলেছে। তাই বিধায়ক শঙ্কর দোলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “শিলান্যাস করে কোন কাজ ফেলে রাখা যায়না এবং সেই কাজ বাস্তবায়ন করা প্রয়োজন। তাই ঝুমি নদীর উপর সেতু তৈরির প্রক্রিয়া শুরু করা হয়েছে। আশাকরি জানুয়ারি মাসের প্রথমেই শুরু হবে ঝুমি নদীর উপর বহু আকাঙ্খিত কংক্রিটের সেতু তৈরির কাজ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584