উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা

0
196

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

টানটান উত্তেজনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলা পরিষধের সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচন পর্ব শেষ হল।বুধবার উত্তর দিনাজপুর জেলার কর্নজোড়ায় অবস্থিত জেলা পরিষধের হলঘরে জেলা প্রশাসনের উপস্থিতিতে সভাধিপতি পদে হেমতাবাদের ১৭নম্বর জেলা পরিষদের জয়ী প্রার্থী কবিতা বর্মন এবং ইসলামপুর মহকুমার ধনতলা ৬নম্বর জেলা পরিষদের জয়ী প্রার্থী ফারাক বানু।জানা যায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের ২৬টি আসনের মধ্যে ২৫টি তৃণমূল কংগ্রেস পেলেও গোষ্ঠী কোন্দলের কারনে জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতির নাম কলকাতা থেকে তৃণমূল সুপ্রিমো ঠিক মুখে মুখে ইটাহারের বিধায়ক তথা উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাধিপতি অমল আচার্যের মেয়ে ইটাহার থেকে জয়ী জেলা পরিষদের আসনে পূজা আচার্য্য সভাধিপতি হচ্ছেন বলেই শোনা যাচ্ছিল।কলকাতা থেকে জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতির নাম এলেও গোষ্ঠী কোন্দল যে কোন ভাবেই এতে কমবে না তা সবাই ভালো করেই জানে।

নিজস্ব চিত্র

যদিও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এক প্রশ্নের উত্তরে বলেন উত্তর দিনাজপুর জেলায় তাদের দলে কোন গোষ্ঠী কোন্দল নেই।এসব অবাস্তব।তবে যখন একটি দল বড় হয়ে যায় তখন কখনো কখনো মতান্তর হতেই পারে।

আরও পড়ুনঃ বর্ণাঢ্য অনুষ্ঠানে উদযাপিত গান্ধী জয়ন্তী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here