নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বুধবার পরিতক্ত নবজাতক শিশুদের সুরক্ষা প্রদান জন্য দিঘা স্টেট জেনারেল হাসপাতালে (পালনা)উদ্বোধন করলেন নারী ও শিশু বিকাশ মন্ত্রী ডঃ শশী পাঁজা।
রাজ্যের প্রথম সরকারি পরিকাঠামোতে হাসপাতালে মধ্যে পরিতক্ত শিশুর গ্রহণ কেন্দ্র চালু হলো।এদিন রাজ্যের চালু ২২ টি এসএএ পালনা তৈরি করা হয়েছে পরিতক্ত শিশু গ্রহণ করার জন্য।
নারী ও শিশু বিকাশ ও স্বাস্থ্য দফতর যৌথভাবে সকল সরকারি হাসপাতালে, বেসরকারি নার্সিংহোম,মাতৃসদন,ব্লক লেভেল স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদিতে পালনা স্থাপন করে পরিতক্ত সকল শিশুকে নিরাপত্তা দিতে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ কর্মবিরতি উঠতেই এমজেএন হাসপাতালে নতুন পরিষেবার উদ্বোধন
যে শিশুদেরকে জন্মদাতা বাবা মা তাদের নিয়ন্ত্রণের বাইরে (অতীত) সামাজিক, অর্থনৈতিক,মানসিক কারণবশত পরিতক্ত করতে চান অথচ সামনে এগিয়ে এসে সরকারি প্রথা অনুসারে প্রদান করতে অপারক তারাই এই ব্যবস্থায় নিজের পরিচয় গোপন রেখে শিশুকে দিয়ে যেতে পারেন।
এই দিনের অনুষ্ঠানে ছিলেন সংঘমিত্রা ঘোষ (সচিব নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ), পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস,জেলাশাসক পার্থ ঘোষ ,দীঘা সাধারন হাসপাতালে সুপার বিষ্ণুপদ বাগ,রামনগর-১ ব্লকের সভাপতি শম্পা মহাপাত্র প্রমুখ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584