পরিযায়ী শ্রমিকদের নতুন তথ্যভাণ্ডার তৈরি করছে কেন্দ্র

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা পরিস্থিতিতে যখন লকডাউন চলছিল সেই সময় দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্রটা সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে যে, পথে এত মানুষের দুর্দশা, এত শ্রমিকদের মৃত্যু হল, তাঁদের কোনও তথ্য দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে সংসদ থেকে কেন্দ্রবিরোধী সুর চড়িয়েছিল বিরোধী দলগুলি।

Migrant worker | newsfront.co

লকডাউন পর্বের সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার পরিযায়ী শ্রমিকদের নতুন তথ্যভাণ্ডার তৈরি করছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। এবং সেই কাজের জন্য অন্যান্য মন্ত্রকের সাহায্যও নিচ্ছে শ্রম মন্ত্রক।

কেন্দ্র সরকার মনরেগা এবং এক দেশ, এক রেশন কার্ডের মতো প্রকল্পের আওতায় থাকা শ্রমিকদের ডেটাবেস এবং ইএসআইসি-ইপিএফও থেকেও তথ্য নিয়ে একটি ইউনিক ডেটাবেস তৈরি করবে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর বিমানযাত্রা সংক্রান্ত খরচের তথ্য দিতে আপত্তি জানিয়ে আদালতে ভারতীয় বায়ুসেনা

পরিযায়ী ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আগামী বছর মে-জুন মাসের মধ্যে সেই ডেটাবেস তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার একটি নতুন পোর্টাল তৈরি করছে শ্রমিকদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ। সেখানে আধার কার্ডের ডেটাও ব্যবহার করা হবে।

আরও পড়ুনঃ বিতর্ক পিছনে ফেলে সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে ভূমিপুজন

এনআইসি এই সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য আগামী ৬ মাস সময় নিয়েছে। তার মধ্যেই তৈরি হয়ে যাবে এই পোর্টাল। করোনা অতিমারী দেখিয়ে দিয়েছে দেশে পরিযায়ী শ্রমিক-অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কী দুরাবস্থা। আর সেই থেকেই শিক্ষা নিয়ে একটি ইউনিক ডেটাবেস তৈরি করছে কেন্দ্র। এই পোর্টালের মাধ্যমে দেশের সমস্ত অংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের তথ্য সংগ্রহ করে রাখবে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here