প্রচারের নতুন আঙ্গিকে শাসক বিরোধী মিলে গেল

0
65

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ পঞ্চায়েত ভোট মানেই দেওয়াল লেখা।গৃহস্থর বাড়ির দেওয়াল ঘিরে লড়াইও বেঁধেছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির মধ্যে।দেওয়াল জুড়ে নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচারে থাকতো বহু অভিনবত্ব।তার মধ্যে ছড়া কাটা ছিল অন্যতম।কিন্তু প্রযুক্তির বিকাশে আজ সেই ভোট প্রচারের পুরানো পদ্ধতি অস্তাগামী প্রায় সেই জায়গায় স্থান নিয়েছে নতুন পদ্ধতি।সোস্যাল মিডিয়ার দেওয়ালে চলছে এখন ভোট প্রচার।শাসক থেকে বিরোধী সকলেই প্রচারের নতুন এই আঙ্গিকে টেক্কা দিতে মাঠে নেমেছে।বিশেষভাবে ফেসবুক লাইভ প্রচার মাধ্যম হিসবে বেশী গ্রহণযোগ্য হয়ে উঠেছে।ছোট থেকে বড় সব রাজনৈতিক ব্যক্তিত্বই তাঁদের বক্তব্য রাখছেন যা মুহূর্তে পৌঁছে যাচ্ছে সমর্থকদের কাছে।এছাড়াও প্রার্থীর সমর্থনে হওয়া প্রচার বা মিছিলও ছড়িয়ে দেওয়া হচ্ছে।আর এই প্রচারকে তুঙ্গে তুলতে দলীয়ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট অভিজ্ঞ কর্মীদের।
এবিষয়ে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত জানান যে,এবার পঞ্চায়েত নির্বাচনে প্রত্যন্ত এলাকায় শাসক দলের ভয়ে প্রচার করা যাচ্ছে না সেখানে ফেসবুক লাইভের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে আমাদের বক্তব্য।শাসকের দুর্নীতি সহ অভাব অনটন। সিপিএম কর্মী বিশ্বজিৎ প্রামানিক জানান,শহর বাদ দিয়েও গ্রামের বেশিরভাগ যুবক যুবতীর কাছে রয়েছে স্মার্ট ফোন সেই সব মানুষের কাছে তারা একজায়গায় বসে পৌঁছে যাচ্ছেন।শাসক দলও তাদের কথা তুলে ধরছেন এই মাধ্যমেই।মানুষও এই মধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারছে কোথাও কোথাও রাগ ক্ষোভ অভিমানও উগরে দিতে পারছে।তাই এখন দেওয়াল শুধু নিরব নয় বাদানুবাদে রাজনৈতিক তরজায় কোলাহল মুখর।

ছবি সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here