নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রাধিকা মিত্র এবার রাধিকা সেন। রাধিকা বৃষ্টিতে আটকে পড়ে কর্ণ সেনের বাড়িতে। সকালে বাড়ি ফিরতে গেলে সেন বাড়ির সবাই ফিরে আসে। রাধিকার চরিত্র নিয়ে প্রশ্ন উঠলে তাকে স্ত্রী’র সম্মান দিল কর্ণ সেন।
সবার অভিযোগের আঙুল যখন রাধিকার দিকে কর্ণ তখন রাধিকার পাশে। পরিস্থিতি দুজনকে অন্য মানুষের কাছে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও মনে মনে দুজনেই দুজনের কাছাকাছি থাকে। দর্শক খুব ভাল করে জানে কর্ণ-রাধিকার প্রেম কাহিনি।
আজ রাত সাড়ে ৯ টায় আসতে চলেছে সেই আবেগঘন, প্রেম আর দায়িত্ববোধ মাখানো সেই দৃশ্য। রাধিকার দু’চোখ বেয়ে যখন জল গড়িয়ে পড়ছে তখন তার সিঁথি লাল সিঁদুরে রাঙিয়ে দেবে কর্ণ।
আরও পড়ুনঃ টেলি সঞ্চালনায় আবির
কী হবে এরপর? এত সহজে কি রাধিকাকে ছেড়ে দেবে পায়েল সেন? ধারাবাহিকের গল্পের ধাঁচ মেনেই যদি চিত্রনাট্য লেখা হয় তাহলে বড় রকমের ষড়যন্ত্রের মুখে পড়বে রাধিকা। বাকিটা সময় বলবে। ‘কী করে বলব তোমায়’ দেখুন রাত সাড়ে ৯ টায়, জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584