২৫ জুলাই থেকে ‘সুপার সিঙ্গার’-এর নয়া এপিসোড

0
231

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

একে একে ফ্লোরে ফিরছে নন ফিকশন টিম। ২৫ জুলাই থেকে যেমন শুরু হচ্ছে ‘সুপারস্টার পরিবার’ তেমনি শুরু হচ্ছে সুরেলা জাদু নিয়ে ‘সুপার সিঙ্গার’। একটু অন্য স্বাদ নিয়ে ফিরছে ‘সুপার সিঙ্গার’। যুক্ত হচ্ছে ‘চ্যালেঞ্জার্স রাউন্ড’। এই লকডাউনে এই নতুন রাউন্ডের জন্য নেওয়া হয় অডিশন। তাতে শো-এর কনটেসট্যান্টরা ছাড়াও গান গাইবে অন্যরা। যাদের এই চ্যালেঞ্জার্স রাউন্ডের জন্য অডিশন নেওয়া হয়েছে। ২৫ জুলাই থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলবে দুই পক্ষের মধ্যে।

Super singer | newsfront.co

চমকের শেষ নয় এখানেই। বিচারকমণ্ডলীতেও আসছে বড় রকমের পরিবর্তন। কুমার শানু, জিৎ গাঙ্গুলি, কবিতা কৃষ্ণমূর্তির বদলে বিচারকের আসন অলঙ্কৃত করবেন শান, অভিজিৎ ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি এবং লোপমুদ্রা মিত্র। হোস্ট হিসেবে যিশুকেই পাবেন দর্শক। প্রসঙ্গত, এই করোনা আবহে স্থান পরিবর্তন করতে নারাজ আগের তিন বিচারক।

আরও পড়ুনঃ সুপার সিঙ্গারের বিচারক বদল

‘সুপার সিঙ্গার’-এর প্রযোজক ও পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান- “খুব অল্প সময়ের মধ্যেই সুপার সিঙ্গার দর্শকদের হৃদয়ে পা রেখেছে। শো’টি শুরু হওয়ার পর থেকেই মানুষের মন কেড়েছে। চলমান পরিস্থিতির কারণে আমাদের কাজ করার জন্য যে সীমিত সংস্থান রয়েছে, তাতে সুপার সিঙ্গারের মহিমা বজায় রাখা বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবু আমরা আশাবাদী, বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সুপার সিঙ্গারের আকর্ষণীয় নতুন নতুন পর্ব উপস্থাপন করতে সক্ষম হব।”

আরও পড়ুনঃ ১০০০ পর্বে ‘রানী রাসমণি’

ইভিপি এবং স্টার জলসা ও জলসা মুভিজ চ্যানেল প্রধান অভিষেক মণ্ডল জানান- “সুপার সিঙ্গার প্রতিষ্ঠার পর থেকেই দর্শকের কাছ থেকে প্রচুর ভালবাসা এবং সমর্থন পেয়েছে। আমরা অনুষ্ঠানটিকে আরও একবার পুরোপুরি ফুটিয়ে তুলতে পেরে অত্যন্ত আনন্দিত। পাওয়ার প্যাকড পারফরম্যান্স, উত্তেজনাপূর্ণ টুইস্ট এবং আকর্ষণীয় চ্যালেঞ্জ নিয়ে আমরা ফের হাজির হচ্ছি শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করতে।”

২৫ জুলাই থেকে শনি ও রবিবার রাত ৯ টায় ‘সুপার সিঙ্গার’ দেখুন স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here