নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
১১ জুন ধারাবাহিকের শুটিং শুরু হলেও বন্ধ ছিল নন ফিকশনের শুটিং। তবে, শুরু হয়েছে সম্প্রতি। আর তাই একে একে ফ্লোরে ফিরেছেন শো-হোস্টরা। কিছু কিছু শো-এর নতুন এপিসোডের সম্প্রচার ইতিমধ্যেই দেখছেন দর্শক। এবার পালা স্টার জলসার জনপ্রিয় নন ফিকশন ‘সুপারস্টার পরিবার’-এর। ২৫ জুলাই থেকে টিভির পর্দায় ফিরছে ‘সুপারস্টার পরিবার’। প্রতিদিন বিকেল সাড়ে ৪ টে।
দারুণ খেলা, প্রচুর মজা আর তার সঙ্গে সুন্দরী শ্রাবন্তীর মিষ্টিমধুর কথায় ফের জমে উঠবে ময়দান। ‘ময়দান’- কারণ শ্বশুরবাড়ি বনাম বাপেরবাড়ির ‘খেলা’ই এই শো-এর মূল রসদ। সুখবরটা দিতে এদিন এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সের আয়োজন করে স্টার জলসা চ্যানেল। হাজির হন শো হোস্ট শ্রাবন্তী। তিনি দিলেন একটি সুখবর। ২৫ জুলাইয়ের কামব্যাক পর্বে দর্শকের মন মজাতে হাজির থাকবেন সুপারস্টার দেব।
শ্রাবন্তী জানান -“একেবারে নতুন ফরম্যাটে আসছে ‘সুপারস্টার পরিবার’। খিলাড়িরা গিন্নির শ্বশুরবাড়ি এবং বাপেরবাড়ির লোক হলেও খেলার রসদে আসছে ভিন্নতা। গিন্নিরা প্রত্যেকেই কোভিড যোদ্ধা। তাঁদের মধ্যে কেউ ট্রাফিক পুলিস, কেউ নার্স, কেউ বা ডাক্তার, কেউ বা লড়াকু সাংবাদিক। যাঁরা নিজেদের জীবন বিপন্ন করে দাঁড়িয়েছে মানুষের পাশে।”
শ্রাবন্তীর কাছ থেকেই জানা গেল, নতুন ফরম্যাটের শো-এর প্রতি পর্বে হাজির থাকবেন একজন কুমারী। কে সেই কুমারী? কী করবে সে ময়দানে থুড়ি মঞ্চে? না, এই ব্যাপারে এর থেকে বেশি মুখ খোলেননি নায়িকা-সঞ্চালিকা। তাই জানতে হলে দেখতে হবে ‘সুপারস্টার পরিবার’।”
আরও পড়ুনঃ পদত্যাগপত্র প্রত্যাহার করলেন সপ্তর্ষি রায়, রাণা মিত্র, সোহন বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক
শ্রাবন্তী আরও জানান, সরকারি নিয়ম বিধি মেনে শুটিং চলছে। ফ্লোর, মেক আপ রুম খুব যত্ন সহকারে স্যানিটাইজ করা হচ্ছে। সপ্তাহে চারদিন চলছে শুটিং। প্রতিদিন তিনটি এপিসোডের শুটিং চলছে। ফ্লোরে শুটিং চলাকালীনও খুব বেশি ভিড়ভাট্টা হতে দেওয়া হচ্ছে না। দূরত্ব মেনে চলা হচ্ছে। একেবারে অন্য চেহারায় ২৫ জুলাই থেকে শো’টি দর্শক উপভোগ করবেন বলে শ্রাবন্তীর বিশ্বাস।
আরও পড়ুনঃ আসছে রাশেদের ‘পিরিত’
শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়, এতদিন পর কাজে ফেরা। প্রথমদিন শুটিঙে কেমন অনুভূতি? শ্রাবন্তী স্বভাবসিদ্ধ গলায় বললেন- “আমাকে নতুন মেক আপ রুমের ছবি তুলে এবং ভিডিও করে অনেকবারই দেখানো হয়। দেখতে পাই কতটা যত্ন সহকারে স্যানিটাইজ করা হচ্ছে। আর প্রথম যেদিন মেক আপ রুমে ঢুকি সেদিন তো আমি নেচে নিয়েছিলাম কিছুক্ষণ। আর এত হেসেছিলাম যে একটা সময় নিজেরই মনে হল একটু বেশিই হাসছি। আসলে আনন্দটা ধরে রাখতে পারিনি। তাই হাসি আর নাচটাই ছিল আমার আনন্দের বহিঃপ্রকাশ।”
২৫ জুলাই থেকে প্রতিদিন বিকেল সাড়ে ৪ টেয় দেখতে ভুলবেন না ‘সুপারস্টার পরিবার’ স্টার জলসায়। ২৫ জুলাই শ্রাবন্তীর সঙ্গে থাকছেন দেব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584