শ্যামল রায়,বর্ধমানঃ কালনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ডে ও ৮টি গ্রাম পঞ্চায়েত বোর্ডে নতুন মুখ আনছেন তৃণমূল নেতৃত্ব।
মঙ্গলবার তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় জানিয়েছেন যে বেশ কয়েকটি নিয়ম নীতির মধ্যে দিয়ে পদাধিকার ব্যাক্তিবর্গের নাম ঠিক করা হবে। আর সেটি হবে সমস্ত পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য ও গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্যদের নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরও জানিয়েছেন যে কালনা 2 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় জেলা পরিষদের দুটি আসন রয়েছে। জেলা পরিষদের১৯ নম্বর আসনে জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের মুক্ত মুর্মুকে প্রায় কুড়ি হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন।
আরেকটি ২০ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী পূর্ণিমা সামন্ত তার নিকটতম ভারতীয় জনতা পার্টির প্রার্থী অহল্যা সরদারকে প্রায় ২৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেছে।
তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে যে জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু জেলা পরিষদের সভাধিপতি হচ্ছেন এমনটাই খবর।
পঞ্চায়েত সমিতির বোর্ডে সভাপতি কে হবেন এবং সহ-সভাপতি কে হবেন এই নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হলেও তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় জানিয়ে দিয়েছেন যে সকলকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে কে হবেন। তবে প্রণব বাবু জানিয়েছেন যে দলের যারা নির্বাচিত সদস্য সকলেরই গুরুত্ব অপরিসীম। তবে কয়েকটি নিয়ম নীতির উপর ভিত্তি করেই পঞ্চায়েত সমিতির পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে।
তিনি জানিয়েছেন যে এবারে পঞ্চায়েত সমিতির সভাপতি পথটি তপশিলি মহিলা সংরক্ষিত। অন্যদিকে সরকারি সভাপতি পদ্ধতি অসংরক্ষিত।
তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় জানিয়েছেন যে যাদের পদাধিকার হিসাবে তালিকাভুক্ত করা হবে তাদের অবশ্যই সততা সকলের সঙ্গে ভালো ব্যবহার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকতেই হবে। সরকারি সভাপতির পদটিও ওইভাবেই তালিকাভুক্ত করা হবে। এই সাথে দলের জন্য সে কতটা সময় দিতে পারবে এ বিষয়টিও দেখা হবে। বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই উঠে এসেছে তারা হলেন পিনডিরা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান নীলিমা কূপটির নাম। দীর্ঘদিন ধরে দলের একনিষ্ঠ কর্মী এবং পঞ্চায়েতের প্রধান হিসাবে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও আছেন তপতী মেটে বিদায়ী সহ-সভাপতি রুপা বাগচী , সোমবারই হাজরা ও টুম্পা বারই ও সরলা হালদারের নাম।
এইভাবে সহকারি সভাপতির পদে কলঙ্কিত করার জন্য বেশ কয়েকজনের নাম উঠে এসেছে তারা হলেন আশিস কোলে আমানত আলী সুভাষ ঘোষ নীলরতন মন্ডল গঙ্গাধর ঘোষ পলাশ মন্ডল সুমন্ত চট্টোপাধ্যায়।
এর মধ্যে অধিকাংশই পঞ্চায়েত সমিতির পদে নতুন মুখ। নতুন টিম হিসাবে গড়ে তুলতে চাইছেন ব্লক তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ থাকে যে ইতিমধ্যেই এই ব্লকের বৈধ পুর গ্রাম পঞ্চায়েত রাজ্যের সেরা পঞ্চায়েতের স্বীকৃতি পেয়েছে। এছাড়াও একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে সফলতার সঙ্গে শীর্ষ তালিকায় রয়েছে এই পঞ্চায়েত সমিতি।
তবুও প্রণব বাবু জানিয়েছেন যে বোর্ড গঠন করতে এখনো দুই মাস বাকি তাই যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে সকলকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584