নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
উদ্বোধনের প্রতীক্ষায় প্রহর গুনছে জয়ঁগা ফায়ার স্টেশন। জয়ঁগা গোপীমোহন এলাকায় সদ্য নির্মাণ করা হয়েছে এই ফায়ার স্টেশনটি। বর্তমানে অধীর আগ্ৰহে এলাকাবাসী ফায়ার স্টেশন উদ্বোধনের অপেক্ষা করছে।
জানা গিয়েছে, জয়ঁগা ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের দীর্ঘ বছরের দাবি ছিল জয়ঁগাতে ফায়ার স্টেশন তৈরি করার।
কারণ কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটলে প্রতিবেশী দেশ ভুটানের ফায়ার স্টেশন বা হ্যামিলণ্টণগঞ্জ ফায়ার স্টেশনের উপর নির্ভর করে থাকতে হত এলাকার বাসিন্দাদের ,ফলে অগ্নিকান্ডে বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকত৷
আরও পড়ুনঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বালুরঘাটে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী
এলাকার বাসিন্দা বিমল সাহা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিল দমকল কেন্দ্র জয়ঁগাতে স্থাপন করা হোক। বর্তমান সরকার এলাকার বাসিন্দাদের দাবি গুরুত্ব দিয়ে দমকল কেন্দ্র জয়ঁগাতে স্থাপন করেছে এবং বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ওই দমকল কেন্দ্রটি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584