নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যগুলিকে কেন্দ্র যে নতুন নির্দেশিকা পাঠিয়েছে তাতে বলা হয়েছে, যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ করছেন তাঁরা যদি সুস্থ থাকেন অর্থাৎ কোন রকম উপসর্গ না থাকে তাহলে প্রয়োজন নেই টেস্টের। এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পাওয়া কোভিড রোগীরও RT-PCR পরীক্ষার প্রয়োজন নেই।
জানা গিয়েছে আইসিএমআর-এর সুপারিশ মেনেই এই নয়া নির্দেশিকা কেন্দ্রের। রাজ্যগুলিকে জানানো হয়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে বিপুল পরিমাণে ফলে দেশের আড়াই হাজারের বেশি করোনা পরীক্ষার ল্যাবগুলির ওপরেও আসছে বিশাল চাপ, এই চাপ কমাতেই এই নির্দেশ।
আরও পড়ুনঃ আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ, জানালেন এইমস ডিরেক্টর
এছাড়া সামান্য উপসর্গ থাকলে তাঁদের আন্তঃরাজ্য ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তবে এও বলা হয়েছে উপসর্গ থাকলে আন্তঃরাজ্য ভ্রমণের ক্ষেত্রে পরীক্ষা বাধ্যতামুলক।কেন্দ্রের এই নয়া নির্দেশিকা ঘিরে প্রশ্ন উঠেছে চিকিৎসক মহলে। অনেকেই বলছেন পরীক্ষা যত কম সংখ্যায় হবে রোগী ধরা পড়বে তত কম। তাতে আপাতভাবে দেশে সংক্রমণের সংখ্যা কম দেখা যাবে ঠিকই, কিন্তু তার ফল হতে পারে মারাত্মক।
উপসর্গবিহীন বা সামান্য উপসর্গ সহ মানুষ যদি জানতেই না পারেন যে তিনি আদৌ সংক্রমিত কিনা তাহলে সংক্রমণ আটকানো সম্ভব কিভাবে! শুধু ল্যাবের ওপর চাপ কমানো নাকি আন্তর্জাতিক মহলে মান বাঁচানো; কেন্দ্রের আসল উদ্দেশ্য কোনটা! এইসব নানা প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্ট মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584