মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন। প্রায় আড়াই মাস ধরে লকডাউন চলায় দেশের অর্থনীতি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। সেই কারণেই এই দফার লকডাউনে বেশ কিছু বিধিনিষেধ শিথিল করেছে কেন্দ্র। আগামী ৮ জুন থেকে শপিং মল, রেস্তরাঁ খুলে যাচ্ছে। সেইসঙ্গে খুলছে সমস্ত ধর্মীয় স্থানও। এর আগে বৃহস্পতিবার রাতে নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, একত্রে ধর্মীয় স্থানে ভিড় করা যাবে না। জুতো নিজের গাড়িতে রেখে আসতে হবে। গাড়ি না থাকলে পরিবারের লোকদেরই জুতো পাহারা দিতে হবে। কোনও মূর্তি, ধর্মীয় বই ইত্যাদি ছোঁয়া যাবে না। একত্রে সমবেত প্রার্থনা সঙ্গীত গাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার জায়গায় ধর্মীয় গান চালানোর উপদেশ দেওয়া হয়েছে। মুখে মাস্ক বাধ্যতামূলক।
আরও পড়ুনঃ ভারতে প্রথম করোনার আগমন হয়েছিল গত নভেম্বরে, দাবী গবেষকদের
সেই সঙ্গে আলাদা প্রবেশ ও বাহিরদ্বার থাকতে হবে। একই আসনে বা মাদুরে সবাই মিলে বসে প্রার্থনা করা যাবে না। সেক্ষেত্রে বাড়ি থেকে আসন নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসাদ বিলি বা শান্তির জল ইত্যাদি দেওয়ার ওপর আপাতত নিষেধাজ্ঞা থাকল। প্রসাদ বিতরণও বন্ধ থাকবে। এমনকি শান্তি জলের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র।
আরও পড়ুনঃ জামিন পেলেন না ইউএপিএ ধারায় অভিযুক্ত গর্ভবতী সাফুরা
ধর্মীয় স্থানের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। কেন্দ্রের জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, লাইনে দাঁড়ানোর সময় কম করে ছয় ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। যে সব ধর্মীয় স্থানে লঙ্গর ও অন্নদানের ব্যবস্থা আছে, সেখানে কোনও ভাবেই যাতে সংক্রমণ না ছড়ায়, তার জন্যে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584