অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
করোনা পরিস্থিতিতেই আজ সপ্তম আইএসএল শুরু হচ্ছে। আইএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার।
নিউ নর্মাল আইএসএলে দেখা যাবে একাধিক নিয়ম যেমনঃ
১) যতটা সম্ভব সবাইকে নিরাপদ রাখার চেষ্টায় কিছু নিয়মের বদল ঘটানো হয়েছে। দুটো দলের ফুটবলাররা পাশাপাশি একসঙ্গে মাঠে নামবে না। আগে মাঠে নামবে এটিকে মোহনবাগানের ফুটবলাররা। পরে মাঠে প্রবেশ করবেন কেরালার ফুটবলাররা। তারও পরে রেফারিরা মাঠে প্রবেশ করবেন।
২) রেফারি বল নিয়ে মাঠে ঠুকবেন না। দুই দলের ফুটবলাররা মাঠে ঢুকে গেলে রেফারি, সহকারী রেফারিদের নিয়ে মাঠে প্রবেশ করবেন ম্যাচ কমিশনার। তারপর একটি রিমোট চালিত ছোট গাড়িতে করে ম্যাচ শুরুর আগে রেফারির হাতে বল তুলে দেওয়া হবে।
৩) প্রথম একাদশের বাইরে রিজার্ভ বেঞ্চে যে সমস্ত ফুটবলার, কোচিং স্টাফ, ফিজিও, চিকিৎসক থাকবেন তাঁদের প্রত্যেককে মুখে মাস্ক পড়তে হবে। কিন্তু কোচের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকছে। ডাগ আউটে টিমের মালিক বা উচ্চপদস্থ কর্তাদের কেউ বসতে পারবেন না। সর্বোচ্চ পাঁচজন কর্মকর্তা মাঠের ভিভিআইপি বক্সে থাকতে পারবেন। কিন্তু তাঁরা কোচ, ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না।
আরও পড়ুনঃ আইএসএলই পারে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে, বলছেন সৌরভ
৪) ম্যাচে তিনজনের বদলে পাঁচজন পরিবর্ত নামানোর সুযোগ পাবে দলগুলো। তিন বারে এই পাঁচটি পরিবর্তন করা যাবে। তবে বিরতির সময় দলে পরিবর্তন আনলে তা তিনবারের বাইরে রাখা হবে। ডাগ আউটে সাতজনের বদলে ন’জন ফুটবলার থাকতে পারবেন। নথিভুক্ত বাকি ফুটবলারদের হোটেলের ঘরে বসে ম্যাচ দেখতে হবে।তবে ফুটবলারদের যেন উত্তেজনাতে খামতি না হয় গ্যালারিতে থাকছে দর্শকদের উজ্জ্বল উপস্থিতি এখন দেখার নিউ নর্মাল আইএসএল কতটা জনপ্রিয় হয়!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584